আমাদের কথা খুঁজে নিন

   

মাউরির নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

৬ মাসের বদলে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ঘোষিত শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন মাউরি। কিন্তু শাস্তি কমার বদলে উল্টো বেড়ে গেছে! শুধু নিষেধাজ্ঞার মেয়াদ নয়, বাড়তি জরিমানাও দিতে হবে মাউরিকে। ৪০ হাজার ইউরোর জায়গায় তার জরিমানার পরিমাণ এখন ৫০ হাজার ইউরো। ২০১১ সালের মে মাসে ইতালির সেরি-আয় দুটি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। ঘরের মাঠে জেনোয়ার বিপক্ষে এবং লেচ্চের মাঠে লাৎসিওর দুটি ম্যাচই পাতানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। অবশ্য দুই ম্যাচেই ৪-২ গোলে জিতেছিল লাৎসিও। সে সময় ৮ জনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের মধ্যে মাউরি একজন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.