আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে দর্জি শ্রমিক খুন

সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুপিয়ে এক দর্জি শ্রমিককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত জাকির হোসেন (২৫) খাদিমনগর ইউনিয়নের লাখাউড়া গ্রামের চান্দ মিয়ার ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শাবি গেটের সামনে আমিন টেইলার্সে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম ৯ জনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ নিহতের তালাকপ্রাপ্তা স্ত্রী হালিমা বেগম (২০) ও তার ভাই খালেদ আহমদকে গ্রেফতার করেছে।

গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে চারটি মোটরসাইকেলে ৮-১০ জন যুবক আমিন টেইলার্সে ঢুকে জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রায় আড়াই মাস আগে সিলেট সদরের টুকেরবাজার ইউনিয়নের নয়া খুররমখলা গ্রামের সিরাজ মিয়ার মেয়ে হালিমা বেগম ও জাকির হোসেন পালিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে পারেনি হালিমার পরিবার।

প্রায় একমাস আগে তাদের ডিভোর্সও হয়ে যায়। এ ঘটনার জের ধরে জাকির খুন হয়েছে বলে পুলিশের ধারণা।

জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।