আমাদের কথা খুঁজে নিন

   

হিটম্যান এবসলুশান উইন্ডোজ ৮ এ শুরুতেই ক্র্যাশ করে??? তাহলে দেখুন কিভাবে ঠিক করবেন

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন আমি ভালো আছি । গেম নিয়ে আজকাল পুরনাঙ্গ টিউন করার টাইম পাই না , আর কি পড়ালেখার ব্যাস্ততা । আর গেম নিয়ে ছোট করে লিখতে ইচ্ছে করে না । তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি টিপ , খুবিই সহজ জিনিস, উইন্ডোজ ৮ এ হিটম্যান আবসলুশান শুরু দিকেই ক্র্যাশ করে ।

এ নিয়ে আমার প্রথমে অনেক ঝামেলা হয়েছিলো । পরে গুগল মামা রে জিজ্ঞাস করলাম । মামা দুইটা ফাইল দিল জেগুলা দিলে বলল ঠিক হয়ে যাবে , দিলাম ঠিকই এবং গেমও চলল তবে গেম এতই স্লও চলতেসিল যে কি বলব ইচ্ছা হল কম্পিউটার ভেঙ্গে ফেলি । আমার উইন্ডোজ ৭ এ চলত তুফানের গতি তে সবকিছু আলট্রা রেখে আর এখান সর্বনিম্ন সেটিং এও গেম স্লও চলে । পরে ভাবলাম , গেম যখন চলল তাহলে এটাও আমি ঠিক করতে পারব ।

বসলাম প্রোগ্রামিং নিয়ে , যদিও আমি কোনও ভালো প্রোগ্রাম নয় । অনেক ঘেঁটে ঘেঁটে সমস্যা পেলাম যা ছিল অই ফিক্স এর ফাইল এর মধ্যে । সমস্যা ছিল অই ফাইলটি নিজে থেকেই গ্রাফিক্স ঠিক করে দিত । ফলে আমার কোনও সেটিং কাজ করতো না , এটা ঠিক করার জন্য লাগলো ৩ ঘন্টা । অবশেষে ঠিক করলাম ফাইলগুলো ।

এখন আপনাদের সাথে শেয়ার করবো । আমার ফাইল গুলো হিটম্যান আবসলুশান ক্র্যাশ ফিক্স ২.০ থেকে নেওয়া ফলে আমার ফাইল গুলোর নাম দিলাম হিটম্যান আবসলুশান ক্র্যাশ ফিক্স ৩.০ e। ফাইলটি জিপ আকারে । প্রথমে অ্যাক্সট্রাক্ট করতে হবে । অ্যাক্সট্রাক্ট করলে দুটো ফাইল পাবেন , fm.dll ও binkw32.dll ।

এই দুটো ফাইল
Hitman - Absolution\steamapps\common\Hitman Absolution
 
এই ডিরেক্টরি তে কপি করুন । এবার গেম রান করুন , ইনশাল্লাহ আপনার গেমটি চলবে আর ক্র্যাশ করবেন না
ডাউনলোডঃ http://www.mediafire.com/?c7ri33rt10px5w5
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।