আমাদের কথা খুঁজে নিন

   

আইনি স্বীকৃতি পাচ্ছে কুমিল্লার রসমালাই, ঢাকার জামদানি

‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন- ২০১৩’ চূড়ান্ত অনুমোদন পেলেই এসব পণ্যের আইনি স্বীকৃতি পেতে আর কোনো বাধা থাকবে না। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, এখন আইনটি পাসের জন্য সংসদে যাবে। এই আইন কার্যকর হওয়ার পর কিছু কিছু পণ্যের ভৌগোলিক পরিচয় মিলবে।
“এর ফলে কাঁচাগোল্লা, রসমালাই, জামদানি, চমচম, নকশি কাঁথাসহ দেশীয় শিল্প সংক্রান্ত মেধা সম্পদগুলো বাজারজাত ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


এর আগে গত জুলাই ১৫ ‘ভৌগোলিক নির্দেশক আইন- ২০১৩’ প্রণয়ন করে এসব সম্পদের স্বত্ব নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত হয়।  
মেধাস্বত্ব সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে ১৯৯৫ সালে বাংলাদেশ স্বাক্ষর করেছে।
নতুন আইনের মাধ্যমে মেধা সম্পদগুলোর স্বীকৃতি পেতে নিবন্ধন করতে ট্রেডমার্কের কাছে আবেদন করতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন বা সরকারি প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। কোনো আপত্তি উঠলে শুনানির মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


এরই মধ্যে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে জামদানির ‘জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন’ নিয়ে নিয়েছে।
ভোজ্যতেলে ভিটিমিন-এ
ভোজ্যতেলে ভিটিমিন-এ রাখার বাধ্যবাধকতা রেখে ‘ভোজ্যতেলের ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন-২০১৩’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই আইন কার্যকর হলে ভোজ্যতেলে ভিটামিন-এ দেয়া বাধ্যতামূলক হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এখনো ভোজ্যতেলে ভিটামিন এ যুক্ত করা হচ্ছে। তবে আইনটি কার্যকর হলে ভোজ্যতেলে ভিটামিন এ দেয়া বাধ্যতামূলক হবে।


এই কার্যক্রমে ইউনিসেফ সহায়তা দিচ্ছে জানিয়ে মোশাররাফ বলেন, সার্বিক বিষয় দেখভালের দায়িত্বে থাকবে বিএসটিআই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.