আমাদের কথা খুঁজে নিন

   

আইনি প্রতিকার

অবশেষে আইনি প্রতিকার এর জন্য কোনো আইজীবীর কাছে যদি আপনাকে যেতেই হয় তা হলে এই বিষয়গুল খেয়াল রাখবেন তাহলেই কেবল আইনের মিষ্টি খেতে পারবেন মানে সঠিক প্রতিকার পাবেন, ১। প্রথমেই দেখুন আপনার মামলাটা কি ধরনের , সিভিল(দেওয়ানী) নাকি ক্রিমিনাল(ফৌজধারী) ? দেওয়ানীঃ আমাদের দেশে সাধারনত জমি জমা বা পারিবারিক মকদ্দমা কে বুঝানো হয় অর্থাৎ যে ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষতি বা অধিকার লংঘিত হয় সেগুলকে দেওয়ানী মকদ্দমা বলে। ফৌজধারীঃ মারামারি, কাটাকাটি, খুন, জখম, হুমকি, অপহরণ ইত্যাদি ধরনের মামলা। ২। তারপর ভালভাবে খোঁজ খবর নিন একজন অবিজ্ঞ আইনজীবীর।

সব আইনজীবী সব বিষয়ে পারদর্শি বা অভিজ্ঞ নয়, কেউ দেওয়ানি কেউবা ফৌজোদারী আবার কেউ কেউ দুটিই প্র্যাক্টিস করেন, তবে যিনি শুধু দেওয়ানী বা শুধু ফৌজদারী প্র্যাক্টিস করেন তার কাছে যাওয়াই ভালো, তবে যেহেতু আমাদের দেশে দেওয়ানী আইনজীবীর খুবই অভাব তাই সতর্কতার সঙ্গে আইনজীবী নির্বাচন ররুন,যদিও ফী বেশী সামর্থ থাকলে সিনিয়র উকিল নিয়োগ করুন হয়রানী কম হবে এবং মামলায় জিতার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ভুলেও কোন দালালের খপ্পরে পরবেন না তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে, নিজেই সচেতন হউন একজন ভাল আইন জীবী খুঁজে পেতে। ৩। সাধারণ বিষয় যেমন, সাধারণ ডাইরি, বিয়ে, তালাক, নোটারি,অথবা কম গুরুত্বপুর্ণ মামলা বা সাধারন ব্যপারে উকিল নোটিস পাঠাতে চাইলে , নবীন বা প্রবীণ যে কারো কাছে ই যেতে পারেন। তবে নবীনদের কাছে গেলে আপনার অনেক খরচ বেঁচে যাবে।

সাধারণ বিষয়ে সিনিয়রের কছে না যাওয়াই ভালো। ৪। মামলা যদি উচ্চ আদালতে হয় তবে অবশ্যই গুরত্বপুর্ণ মামলায় সিনিয়র আইনজীবী নিয়োগ করবেন তাঁদের ফী বেশী হলেও ফলপ্রসু। বয়স বেশী হলেই উচ্চ আদালতে সিনিয়র আইনজীবী হওয়া যায় না, সকল সম্মানিত বিচারপতিগনের মতামতের ভিত্তিতে আপীল বিভাগে অনুমতি পান, সাধারনত সিনিয়র আইনজীবীরা আপীল বিভাগে প্র্যাক্টিস করেন। সবশেষে বলতে চাই, যে তার অধিকার সম্পর্কে সচেতন নয় আইন তাকে ঠিকভাবে প্রতিকার দেয় না, বিচারের বানী কাঁদে নীরবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.