আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতেই আইন : বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতেই নতুন আইন করেছে। মন্ত্রিপরিষদে গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অধীনে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের এমন সিদ্ধান্ত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গেরই শামিল। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত পাঁচ বছর ধরে র্যাব-পুলিশকে দলীয় ক্যাডারদের দিয়ে সাজিয়ে এবং নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে খুনি বাহিনীতে পরিণত করে সেটিকে দিয়ে বিরোধী দলকে দমন করতে দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এর মূল উদ্দেশ্য জনগণকে কাবু করা। ক্ষমতা গ্রহণের পর থেকেই জনগণের আন্দোলনকে প্রতিরোধ করার জন্যই সরকার এই মরণ খেলা খেলছে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা গঠন হবে জানিয়ে সম্প্রতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.