আমাদের কথা খুঁজে নিন

   

... প্রতীক্ষার গন্তব্যে ...

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
চুইংগামটা মুখের ভিতরে এপাশ ওপাশ করে বেড়াচ্ছে কিন্তু ঠিক দাঁতের ফাঁকে পড়ছে কিনা বলা যাচ্ছে না ... ঠোটের কোনা দিয়ে লোনা রক্তের স্বাদটা মুখে যেতেই সম্বিৎ ফেরত পেল সে ... চুইংগাম মনে করে কখন যে ঠোটে কামড় পড়েছে বুঝতেই পারেনি ... রক্তের স্বাদ টা কখনোই ওর সহ্য হয়নি ... তবুও এখন কিছুই করার নেই ... আলতো করে হাতের কোনা দিয়ে রক্তের ধারাটা মুছতে গিয়ে খেয়াল হলো -- আরে , এর মধ্যে ঠোট ফুলে ঢোল হয়ে আছে ... থাক ! এখন এসব দেখার সময় নেই ... এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের রাস্তার উপর ... তুমুল বৃষ্টিতে যেখানে ৫০ মিটার দুরেও দেখা সম্ভব হচ্ছে না , সেখানে ১৫০ - ১৬০ স্পীডে টেনে যাওয়াটা সবার কাছে বোকামী মনে হলেও ওর আজ তা মনে হচ্ছে না ... বরং এটাকেও কম মনে হচ্ছে ... সামনের গাড়ী গুলোর লাল হলুদ লাইট আর পীচ ঢালা রাস্তার সাদা দাগ দুটোকে বরাবর রেখে ছুটে চলেছে গন্তব্যে ... হাত-পা গুলো আজ নিজে নিজেই চলছে আপন মনে ... সেলফোনটা চার্জে লাগানো, ওটা কোনো ভাবেই ডিসকানেক্ট করা যাবে না , কান দুটোয় শুধুই শুনতে পাচ্ছে ওপাশের আর্তনাদ ... ব্রেইনটাকে ঠিক দু ভাগে বিভক্ত করে একটি অংশকে এখানে আরেকটি অংশকে ফোনের ওপাশে রেখে মানুষটি ছুটে চলেছে .... অজানা গন্তব্যে ....
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।