আমাদের কথা খুঁজে নিন

   

চেন্নাইকে হারিয়ে ফাইনালে রাজস্থান

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে রাজস্থান ১৪ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। গতকাল শুক্রবার জয়পুরে অনুষ্ঠিত ম্যাচ জিতে এবারই প্রথম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল রাজস্থান।

আগে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানের দুর্দান্ত ব্যক্তিগত ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ করে রাজস্থান। ৫৬ বলে ছয় চার ও দুই ছয়ে ৭০ রান করেন এই ওপেনার। ফলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে।

জবাবে মাত্র ৩৩ রানের মধ্যে দুই ওপেনার মাইক হাসি ও মুরালি বিজয় রান আউট হলে বিপদে পড়ে চেন্নাই। এরপর প্রবিন তাম্বের ঘূর্ণিতে আরও এলোমেলো হয়ে পড়ে ধোনি বাহিনী। দলের স্কোরবোর্ডে ৭২ রান যোগ হতে সাত উইকেট হারায় তারা।

এরপর ক্রিস মরিসকে নিয়ে সাত ওভারে ৭৩ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান রবিচন্দ্রন অশ্বিন। শেষ ওভারে ২৩ রানের প্রয়োজন হলে জেমস ফকনারকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন অশ্বিন।

কিন্তু চেন্নাই ভক্তদের আশাহত হতে হয় ইনিংসের দুই বল বাকি থাকতে। অশ্বিন ক্যাচ তুলে দেন স্টুয়ার্ট বিন্নির হাতে। এরপর আর জয় পেতে সমস্যা হয়নি রাজস্থানের।

উল্লেখ্য, ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন আগেই। রাজস্থান রয়্যালস ফাইনাল নিশ্চিত করায় তার ক্রিকেটীয় অধ্যায় আরও কয়েকদিনের জন্য টিকে রইল।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.