আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানড্রয়েডে নরেন্দ্র মোদী!

ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপি'র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর প্রচার-প্রচারণা ঢুকে পড়েছে অ্যানড্রয়েড দুনিয়ায়। তাকে নিয়ে তৈরি হয়েছে 'সুপার ন-মো' আর 'মোদী রান' নামে দুটি মোবাইল গেম। খেলা দুটি ইতোমধ্যে গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

মোদীর থিমে তৈরি এই ডিজিটাল খেলাগুলিতে মজার সঙ্গেই মেশানো হয়েছে রাজনৈতিক প্রচারকেও। তবে এটা মোদীর নির্বাচনী প্রচারণা কৌশলের অংশ কীনা তা বলতে নারাজ বিজেপি।

তাদের বক্তব্য- মোদীর জনপ্রিয়তার কারণেই গুজরাটের কয়েকটি সফটওয়্যার কোম্পানি গেমগুলি তৈরি করেছে।

এর আগে থ্রিডি হলোগ্রামের মাধ্যমে এক সঙ্গে একাধিক জায়গায় ভাষণ দিয়ে প্রযুক্তির সঙ্গে নিজের শখ্যতা বেশ ভালোই জানান দিয়েছিলেন এ বিজেপি প্রার্থী। এবার তিনি হাজির হলেন অ্যান্ড্রয়েড দুনিয়ায়। ভারচুয়াল জনপ্রিয়তা আর বাস্তব দুনিয়ার জনপ্রিয়তায় কতটুকু মিল থাকে সামনে সেটাই দেখার অপেক্ষা। ফারাকটা অ্যান্ড্রয়েড ২.২ বা তার চেয়ে উন্নত মোবাইলে লোড করা যাবে গেমগুলো।

সূত্র: ওয়েবসাইট।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.