আমাদের কথা খুঁজে নিন

   

‘ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়নি’

রোববার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে এ দাবি করা হয়।
এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও টাঙ্গাইল সিভিল সার্জন গঠিত অপর দুই কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি।
সকালে জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নূর মোহাম্মদের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান এবং হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. জেড এম আব্দুল্লাহ আল হারুন।
এ সময় কমিটির অপর দুই সদস্য জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. তাপস কান্তি ভৌমিক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইমসলাম মিয়া উপস্থিত ছিলেন।
ডা. নুর মোহাম্মদ জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভুল চিকিৎসার কোনো প্রমাণ মেলেনি।

জন্মগত ত্রুটি, জটিল রোগ ও ওজন কম হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন প্রয়োগ কিংবা চিকিৎসাজনিত কোনো ত্রুটির কারণে তাদের মৃত্যু হয়নি, বলেন তিনি।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা না দিলেও এ বিষয়ে কথা বলেছেন তদন্ত সংশ্লিষ্টরা।
এ কমিটির সদস্য স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (আইন) ডা. নজাবত হোসেন জানান, মৃত শিশুদের চিকিৎসায় কোনো ভুল পাওয়া যায়নি। সিডোব্যাক নামের যে এন্টিবায়োটিক ইনজেকশনটি তাদের উপর প্রয়োগ করা হয় তা মেয়াদোত্তীর্ণও ছিল না।

তাছাড়া এটি প্রয়োগেও কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি।
তিনি বলেন, অপরিণত অবস্থায় এসব শিশু জন্মগ্রহণ করেছে। জন্মগত ত্রুটির কারণে তাদের সেফটিসেমিয়া বা রক্তে জীবাণুঘটিত সমস্যা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তারা মারা যায়।
প্রত্যেকের ক্ষেত্রেই ভর্তির পরই ইনজেকশন দেয়া হয়। ইনজেকশনে ত্রুটি থাকলে প্রয়োগের প্রথমদিনই তারা মারা যেত।


এদিকে ঘটনায় টাঙ্গাইল সিভিল সার্জন অফিস গঠিত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. আকমল হোসেনের তিন সদস্যের কমিটির প্রতিবেদন দেয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুতুল রায় জানান, বিষয়টি জটিল। এ কারণে পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এজন্য সিভিল সার্জন অফিস থেকে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরো তিনদিন বাড়ানো হয়েছে। সে হিসেবে মঙ্গলবার তারা কমিটি রিপোর্ট দেবেন।


শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় চার নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর, টাঙ্গাইল সিভিল সার্জন ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।