আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষার আগের দিনে যত বিটলামি

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

আগামীকাল প্রথম পরীক্ষা, তো সেই উপলক্ষে ঘুরতে গেছিলাম । ফেরার পথে সহযাত্রী বলেতেছে ওজন মাপবে । ওয়েল, মাপ । কিন্তু কেন জানিনা, আমাকে বলতেছিল আগে ওজন করতে ।

বললাম, অযথা ট্যাকা খরচ করে কি লাভ? আমি গত মাসেই মেপেছি । তুই মাপ । সে উঠে দাড়ালো, অনেক মনযোগ সহকারে দেখতে বলল, দেখলাম ৬৯কেজি । এবার আমাকে উঠিয়ে দিল, দ্যাখ বেটা! উঠতেই হেসে উঠলো যন্ত্রের মালিক, আর বন্ধু । “সমান” মানে সত্তর!! দেখে আমার চোখ চড়ক গাছ!! O.o আরে গতমাসে যখন মেপেছি ৬১কেজি না ছিল... ভুঁড়ি বেড়েছে, তাই বলে ওজোন এতো বাড়ার তো কথা না ।

এইবার আমার হাসার পালা, হেসে বললাম, মেশিন তো নষ্ট! এক মাসের ব্যবধানে আর যাইহোক, ৯ কেজি ওজন বাড়তে পারেনা!!! :। ২+২=৪, পুরো চার টাকাই জলে গেল । এইবার সে আমাকে দোষারোপ শুরু করলো, “তুই আগে উঠলেই তো ব্যাটা বুঝতে পারতিস, এতো করে বললাম । তাহলে দুই টাকাও বেঁচে যেত!” টাকা সেই দিয়েছিল, রাগি হলেও মানুষ ভাল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.