আমাদের কথা খুঁজে নিন

   

রিতু কুমার

রিতু কুমার। শুধু একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনারই নন, একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্যন্য উচ্চতায়।

ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার অবস্থান বিশ্ববাসীর কাছেও আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক ঘরানায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে রিতু কুমারের অবদান অতুলনীয়। ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য_ দুটি ক্ষেত্রেই তার ডিজাইনগুলো সমানভাবে সফল।

১৯৪৪ সালের ১১ নভেম্বর পাঞ্জাবের অমৃতসরে রিতু কুমার জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে দিলি্লর 'লেডি আরউইন' কলেজ থেকে সম্মান পাস করেন এবং ১৯৬৬ সালে উচ্চতর ডিগ্রির জন্য পাড়ি জমান নিউইয়র্কের ব্রিয়াক্লিফ কলেজে। ডিজাইনার হিসেবে তার শুরুটা হয় ১৯৬০ সালে কলকাতার একটি গ্রামে, ছোট পরিসরে।

অনেকের কাছেই ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির গুরু তিনি। ছোট পরিসরে শুরু করলেও, মেধা ও অধ্যবসায় দিয়ে তিনি এখন দেশ-বিদেশে সমানভাবে খ্যাতিসম্পন্ন একজন ডিজাইনার।

যদিও কনটেম্পোরারি ও ক্ল্যাসিক স্টাইলেই তিনি সিদ্ধহস্ত, তবে ইউরোপিয়ানদের জন্য তিনি আবিষ্কার করেন 'ইন্ডো-ওয়েস্টার্ন' ফিউশন। তার আন্তর্জাতিক কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য 'মিস ওয়ার্ল্ড', 'মিস ইউনিভার্স' ও 'মিস এশিয়া প্যাসিফিক'-এর মতো আন্তর্জাতিক বিউটি পেজেন্টগুলোতে তার উপস্থিতি। তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু দেশি ও আন্তর্জাতিক পুরস্কার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।