আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরায় থ্রিজির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবা চালু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। আজ মঙ্গলবার সকালে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় থ্রিজির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলায়েত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহাবুব হায়দার খান, বসুন্ধরার উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, উপদেষ্টা (পিআর অ্যান্ড হেড অব এইচ আর) লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী,  ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ আহমেদ মুক্তাদির আরিফ (অব.) প্রমুখ।

গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাকটিং সিএমও নাসের ফজলে আযম, ডিরেক্টর (ডাইরেক্ট সেলস) সাজ্জাদ আলম, পরিচালক (শেয়ারড সার্ভিস-পিপল অ্যান্ড অরগানাইজেশন ডিভিশন) এস এম রায়হান রশিদ, ডেপুটি ডিরেক্টর (প্রোডাক্ট)  এমদাদুল হক প্রমুখ।

বসুন্ধরা ও বারিধারা এলাকার গ্রাহকদের দিয়ে বাণিজ্যিকভাবে বারিধারা-বনানী-গুলশান এলাকায় এই থ্রিজি সেবা চালু করলো গ্রামীণ ফোন। কার্যত, এর মাধ্যমেই দেশব্যাপী থ্রিজি চালুর শুভসূচনা করছে গ্রামীণফোন।  যার মূল লক্ষ্য ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের ৬৪টি জেলা শহরে দ্রুতগতির ইন্টারনেটের সেবা পৌঁছে দেয়া।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।