আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লপের খাতায় ‘বেশরম’

অক্টোবরের প্রথম সপ্তাহে বেশ ঢাকঢোল পিটিয়েই ভারতে সাড়ে তিন হাজারেরও বেশি হলে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত অভিনব কশ্যপের নতুন সিনেমা ‘বেশরম’। প্রথম দিন বক্স অফিস থেকে ২১ কোটি রুপি তুলে নিয়ে হিট হওয়ার পথে এগোনোর ইঙ্গিত দিচ্ছিল সিনেমাটি। তবে, পরের পাঁচ দিন যেতে না যেতেই মাত্র চল্লিশ কোটি রুপি আয় করায় ‘বেশরম’ এখন ফ্লপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদর্শ এর মধ্যেই ‘বেশরম’কে অভিহিত করেছেন ‘চরম হতাশাজনক’ হিসেবে।
তিনি টুইট করেছেন, “বুধবারে বেশরমের আয় ছিল ২১ কোটি ৫৬ লাখ রুপি।

বৃহস্পতিবারে এটি নেমে এল ৭ কোটি ১৩ লাখে। শুক্রবারের আয় ৫ কোটি ৬৮ লাখ আর শনিবারে ৫ কোটি ৯৪। মোট আয় ৪০ কোটি ৩১ লাখ রুপি। চরম হতাশাজনক ফলাফল!”
মুম্বাইয়ের স্পাইস সিনেমা হলের প্রধান পুনিত সাহাই বলেন, “প্রথম দিনের অবস্থা ভালো হলেও, এরপর থেকে বেশরম-এর ব্যবসা খারাপ চলছে। এমনকি ছুটির দিনেও অবস্থার খুব একটা উন্নতি দেখতে পাচ্ছি না।


সমালোচকদের কাছেও খুব একটা সমাদৃত হয়নি বেশরম। বিশেষ করে সিনেমাটিতে রণবীর কাপুরের অভিনয় সাধারণ মাপের হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। তাদের ভাষ্য অনুযায়ী, বেশরম রণবীরের ক্যারিয়ারে বেশ বড়সড় একটা ধ্বস নামাতে যাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.