আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার রিপেয়ার সপে দৌড়াদৌড়ি এর দিন শেষ! একটি স্মার্ট সফটওয়্যার যা কৃত্তিম বুদ্ধিমত্তা কে এনে দেবে আমাদের হাতের নাগালে – আমি আশা করছি এটি ওপেনসোর্স হবে।



অনেক প্রযুক্তি সাইন্স ফিকশান থেকে বাস্তব রুপ নিয়েছে এ কথা আমরা সবাই জানি, আমি আজকে লিখছি একটি প্রজেক্ট নিয়ে যা আমাকে উৎসাহিত করেছে। কৃত্তিম বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে একটি সফটওয়ার এসেছে আমাদের জন্য যার নাম EZ Troubleshooter . এটি এমন একটি সফটওয়্যার যা একজন কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে আপনার সাথে আচরণ করবে এবং আপনার কম্পিউটার সমস্যার বেসিক ইনপুট নিয়ে খুঁজে বের করে দেবে আপনার আসল সমাধান এবং আপনার কাছে এটি কখনই দাবী করবে না যে এটা ঠিক করতে চার্জ লাগবে। তাই কম্পিউটার রিপেয়ার সপ এ গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় তথ্য এবং আপনার সমস্ত হার্ডওয়্যার একজন টেকনিশিয়ান কে না দিয়ে আপনি বাসায় বসেই সমধান করতে পারবেন, এমন কি হার্ডওয়্যার প্রতিস্থাপন থেকে শুরু করে কোথায় সবচেয়ে কম দামে এটি পাওয়া যাবে এটিও বাজার যাচাই করে বলে দেবে এই সফটওয়্যার । এই সফটওয়্যারের ধারণা প্রথম মাথায় এসে উত্তর আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কিছু তরুণ উদ্যোক্তার। উনারা দাবী করছেন প্রাথমিকভাবে এটি কাজ করবে সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট এবং নেটওয়ার্কিং সমস্যার সমধান দিতে পারবে। এটির প্রতিষ্ঠাতা এবং সিইও “হেক্টর সিয়েরা” বলেছেন - “We live in a world saturated with information, but what we need more than ever are instant solutions that make a difference in people’s lives.” সবচাইতে বড় ব্যাপার হল এটির ডিজাইন এবং ডেভেলপমেন্টের সবগুলো পর্যায় সম্পন্ন হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। আমার প্রাপ্ত তথ্যমতে ঢাকার একটি ছোট্ট আউটসোর্সিং ফার্ম থেকে তৈরী হয়েছে এটি। আমরাই এটা তৈরী করেছি, কিন্তু আজ এটা ব্যবহার করবে পৃথিবীর অন্য প্রান্তের উন্নত কিছু মানুষ। জানি না এটি সবার হাতের নাগালে কবে আসবে । প্রমোশনাল ভিডিওটি দেখলে ভাল লাগবে - http://www.eztroubleshooter.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.