আমাদের কথা খুঁজে নিন

   

মালালাকে ফের হত্যার হুমকি দিল তালেবান

তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর মুখপাত্র শহিদুল্লাহ শহিদ বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেছেন বলে জানিয়েছে ভারতীয় এনডিটিভি। এক বছর আগে ৯ অক্টোবর তালেবান বন্দুকধারীরা মামালাকে হত্যার জন্য তার স্কুলবাসে হামলা চালায়। মাথায় গুলিবিদ্ধ মারাত্মক আহত মালালা সৌভাগ্যক্রমে বেঁচে যান। চিকিৎসা শেষে সেরে ওঠার পর তিনি বিশ্বের সব শিশুদের শিক্ষার অধিকার আদায়ের প্রতীকে পরিণত হন। বালক বা বালিকা সবার শিক্ষা নিশ্চিত করার আন্দোলনের বৈশ্বিক রাষ্ট্রদূত হয়ে ওঠেন।

“সবার জন্য শিক্ষা”, বিশ্বব্যাপী এই বার্তা ছড়িয়ে দেয়া ১৬ বছরের মালালা এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে অন্যতম প্রধান আলোচিত। আগামী শুক্রবার ওই পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যার সম্ভাব্য বিজয়ী হিসেবে মালালার নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। কিন্তু এসব উড়িয়ে দিয়ে মালালাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে শহিদুল্লাহ জানিয়ে দিয়েছেন, মালালাকে খুন করার চেষ্টা আবার করবেন তারা। “সে একজন সাহসী নারী না।

তার কোনো সাহস নাই। সুযোগ পেলেই আমরা আবার তার ওপর হামলা চালাবো,” বলেন তিনি। “স্কুলে যাওয়ার জন্য আমরা মালালার ওপর হামলা করিনি, তালেবান ও ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তার ওপর হামলা করা হয়েছিল,” বলেন শহিদুল্লাহ। সম্প্রতি বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে মালালা তার জীবননাশের হুমকিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি পাকিস্তানে ফিরতে চান ও ফিরে দেশকে পাল্টানোর জন্য রাজনীতিতে যোগ দিতে চান।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.