আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্প নউতে শতভাগ সাফল্যের এক বছর

বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার কৃতিত্ব শেষবার দেখিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গত বছর ৭ অক্টোবরের ঐ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। আর তারপর থেকে ঘরের মাঠে খেলা লিগের ১৯টি ম্যাচ জিতেছে মেসিরা। ম্যাচগুলোতে মোট ৭১টি গোল করেছে বার্সেলোনা, খেয়েছে মাত্র ১৬টি।
জয়রথ বজায় রাখতে গেলে অবশ্য কঠিন পরীক্ষায় নামতে হবে বার্সেলোনাকে।

কারণ ক্যাম্প নউতে আগামী ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ‘ক্লাসিকোয়’ তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।
রিয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের একটিতেও জেতেনি মেসিরা; হেরেছে তিনটিতে, অন্য দুটি ড্র হয়েছে। শেষ দুই ম্যাচেই দুটিতেই হেরেছে কাতালুনিয়ারা।
ওই ম্যাচে একটি গোল করলেই ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকা ছাড়িয়ে যাবেন তারই স্বদেশী রিয়াল কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে।


দুই দলের দুই কোচ জেরার্দো মার্তিনো আর কার্লো আনচেলত্তির জন্য এটি প্রথম ক্লাসিকো।
আর ব্রাজিল তারকা নেইমার বার্সেলোনায় ও দলবদলের বাজারে রেকর্ড গড়া বেল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.