আমাদের কথা খুঁজে নিন

   

"বৃষ্টির প্রতিটা ফোঁটায় মিশে আছো তুমি।



বৃষ্টির তিব্রতা বেড়েই চলছে। জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টি পড়া দেখছে সৌরভ। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়না। সে অনেক দিন আগের কথা যখন এমন কোন বৃষ্টি ছিলোনা যে বৃষ্টিতে ভিজে সৌরভ ফুটবল খেলেনি। যখনই বৃষ্টি হতো তখনই সৌরভ ফুটবল নিয়ে মাঠে।

আজ সেই বয়সটা নেই সৌরভের। সপ্নাও চলে গেছে অনেক দূরে। সপ্নার খুব ভালো লাগতো বৃষ্টি। দুজনের সেই সব দিনগুলো আজো চোখের সামনে ভেসে ওঠে সৌরভের। বৃষ্টির প্রতিটা ফোঁটার সঙ্গে সৌরভের সৃতি গুলি ঝোরে পড়ছে।

সপ্নার কথা হঠাৎ মনে পড়ায় সৌরভের চোখের কোনে অশ্রু জমে উঠলো। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো জানালার গায়ে। আজ এই বৃষ্টিতে যে ভিজতেই হবে সৌরভের। পুরনো সব সৃতি গুলোকে আজ উন্মুক্ত করে দিবে সৌরভ। বৃষ্টির প্রতিটি ফোটায় সব দুঃখ, কষ্ট গুলো চিরতরে ভাসিয়ে দেবে।

আজ যে ভিজতেই হবে। ঘর ছেড়ে বাইরে চলে গেলো সৌরভ। আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা গুলো সৌরভের মুখের উপর দিয়ে ঝোরে পড়ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে।

সৌরভের মনের মধ্যে গান বাজছে... "বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে, পাড় বাধা নুয়ে নদীর তীরে, পা দুরের ছায়া.. ছুয়ে বৃষ্টির জল নামে টুপ টাপ করে, তোমার উন্মুক্ত কাঁধে...মাথায়... গোলাপি জামদানী ভিজে একাকার! সব কিছু মুছে গেলো, আমার মুহূর্ত টা রঙ্গিন। দেহের বাইরে প্রেম আমার সত্য একটা কঠিন! কঠিন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।