আমাদের কথা খুঁজে নিন

   

আরব ও আফ্রিকার রাজধানী - দুবাই



যারা টেলিভিসনের পর্দায় কিংবা ইউরূপ আমেরিকা যাওয়ার পথে দুবাই দেখে বলেছেন Wow তারা যদি দুবাই আসেন আরো একবার অবাক হবেন এবং দ্বিতীয় বার ও বলতে বাধ্য হবেন Wow, আফ্রিকা এবং আরব দেশ গুলুর মধ্যে নিস্সন্দেহে দুবাই সারা পৃথিবীর নজর কেড়ে বিশ্বের 8th Visiting City হিসেবে নিজের স্থানটা ধরে রেখেছেন, এর ঝলমলে আলো আপনাকে মুগ্ধ করবে এতে কোনো সন্ধেহ নেই, ,যে দিকেই তাকাবেন ঝলমলে আলোর খেলা চোখে পরবে, দুবাই এমন একটা শহর যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে উন্নতির দিকে, আধুনিকতার দিকে/ এ শহরের বিলাশবহুল জীবন আপনাকে অবাক করবে নিস্সন্ধেহে, বহু জাতিক এই শহরটিতে দুই শতাদিক উপরে জাতির বসবাস, পর্যটন হচ্ছে এর প্রধান আকর্ষণ, দুবাই সারা পৃথিবীর মানুষকে সাগতম জানায় এবং শহরটি সেইভাবেই সাজানো হয়েছে, সবার জন্য নিরাপদ মাতৃক্রুর আর এমন একটা শহরের রূপকার হচ্ছেন শেইখ মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুম- An ambitious person without limit. দুবাই আসতে ভিসা লাগবে visit visa, transit visa, tourist visa, residence visa, investor visa এর যেকোনো একটি ভিসা নিয়ে আপনি দুবাই আসতে পারেন, যদি কিছু দিনের জন্য ঘুরতে আসতে চান তবে বেস্ট হচ্ছে হোটেল বুক করে আসা, আপনের cost depend করবে হোটেলের উপর, আপনের budget এর উপর ভিত্তি করে হোটেল বুকিং দিতে পারেন, বছরের কয়েকটা মাস ছাড়া সারা বছর প্রচন্ড গরম থাকে এই শহরটিতে এ কথাটা মাথায় রাখবেন/ Don't worry এখানে সব জায়গায় এসির বেবস্থা আছে এমনকি bus stationer এর ছাউনী গুলোতে এসির ব্যবস্থা পাবেন, দুবাই এসেই একটা guide book কিনে ফেলবেন এতে আপনার সুবিধা হবে , ট্রান্সপোর্টেশন এর জন্য বাস, ট্যাক্সি, অথবা মেট্রো ট্রেন use করতে পারেন, এসবের জন্য নল কার্ড বেবহার করতে হয়, Nol card পানচ করে বাসে অথবা ট্রেনে যাতায়াত করতে হয়, ভুল করবেন না আপনার নল কার্ডে যদি ব্যালান্স না থেকে তবে পানচ করার সময় বুজতে পারবেন, ব্যালান্স ছাড়া উঠলে জরিমানা গুনতে হবে AED 200, আর ভুল করেও মহিলাদের জন্য বরাদ্ধ সিটে বসবেন না, জরিমানা AED 200 . আর যদি ট্যাক্সি তে যান minimum AED 10. শুধু রাস্তার পাশে দাড়াবেন ট্যাক্সি আপনার সামনে এসে থামবে, কোথায় যাবেন এতটুকু বললেই হবে, আমাদের দেশের মত লোকেশন আর ভাড়া নিয়ে তর্ক করার কোনো চান্স নেই, রোড পার হওয়ার সময় রেড, গ্রিন সিগনাল মানতে হয়, তা না হলে জরিমানার ফাদে পড়তে হবে/ জান্ঝট পাবেন না ,মাঝে মাঝে সিগনাল পরবে , শহরটির Beach গুলো আকর্ষনীয়, সকাল/বিকাল ভালো সময় কাটে এসব জায়গায়, তবে বিকিনি পরা কোনো মেয়ে আপনার সামনে দিয়ে হেটে গেলে অবাক হবেন না , এমন Scenario খুবই সাধারণ beach গুলোতে, ক্রিক পার্ক ভালো সময় কাটানোর জায়গা , ক্রীকের পাশে নদীর কিনারে পাবেন চমত্কার বসার জায়গা এসব জায়গা গুলোতে মানুষ্ সীসা, তামাক উপভুগ করে সময় কাটায়, মারিনাট জুমেইরা, আইরিশ ভিলেজ Nice hang out places . সন্ধা হলে ক্লাব, ডান্স বার, হোটেল বিসনেস জমে উঠে, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় মেয়েরা যদি আপনাকে ডাকে বিব্রতবোদ করবেন না , এরা Prostitutes, রাত এগারটার পর Prostitution খুবই খুলা মেলা এ শহরে ! এ জন্য অনেকে এ শহরটিকে Sin city বলে / তবে শহরটি খুবই নিরাপদ, ডাকাতি, রাহাজানি, ছিনতাই মুক্ত / কেউ আপনাকে হয়রানি করতে চাইলে 999 ফোন দিবেন, তাত্ক্ষনিক Police এসে পড়বে, কারো সাথে মারামারি করলে সাবধান যেন blood বের না হয়, তানাহলে রক্তের ক্ষতিপূরণ দিতে হবে/ এখানে মেয়েরা ড্রাইভ করে এটা অতি সাধারণ একটা বেপার, রাস্তায় পুরনো ভাঙ্গা চূড়া কোনো গাড়ি পাবেন না, যেখানে সেখানে পার্কিং ও করা যায়না / BMW, FORD, FERRARI এর মত ব্র্যান্ড অহরহ চোখে পরবে / দেশে থেকে হয়ত শুনেছেন আরব মানে দুম্বা, উট, মরুভূমি ইত্যাদি এখানে এসে এগুলো চোখে পড়বে না, এসব দেখতে হলে টাকা খরচ করে সাফারি Dessert ব্রমনে বের হতে হবে, এসব এখন আরবরা সৃতি হিসেবে ঐতিজ্জের তাগিদে ধরে রেখেছে, আর কিছু না / আরো অবাক হবেন যদি আপনি এখানে গয়রাহা আরব দেখতে না পান, মনেই হবে না এটা আরবদের দেশ, শত শত জাতির মাঝে আরব খুঁজে পাওয়া মুশকিল কারণ আরবরা সব জায়গায় থাকে না, তাদের জন্য আলাদা রেসিডেন্সিয়াল জায়গা আছে তারা সেই সব জায়গা গুলুতেই থাকে, আমি সেই সব রেসিদেন্সিয়াল এরিয়াএ মসজিদ গুলোতে নামাজ পরেছি, মসজিদ গুলো ছুটো খাটো প্যালেস বলা চলে, চমত্কার মন জুড়িয়ে যায়, এখানকার নাগরিকদের সবকিছু প্রাইভেট, তাই পাবলিক ট্রান্সপোর্টেশনএ তাদের দেখা যায়না, বড় বড় অট্টালিকা অনায়াসে আপনার নজর কারবে, আপনি যদি শেইখ যায়ীদ সড়কটি ধরে যান দুপাশে দেখতে পারবেন চমত্কার দৃষ্টিনন্দন সব বিল্ডিঙ্গের সারি, কোনটাই কোনটার সাথে মিলেনা, প্রত্যেকটা বিল্ডিং নিজস্ষ ডিজাইন নিয়ে দাড়িয়ে আছে, আর এ রকম একটা বিল্ডিং আমাদের সারা দেশে খুঁজে পাবেন না, পাশেই পাবেন Dubai World Trade Centre, Emirates Towers, Emirates Office Towe and many more কিন্তু Dubai mall, Emirates mall, Deira city center ঘুরতে ভুলবেন না / দুবাই মলে সারা পৃথিবী থেকে মানুষ আসে শপিং করতে, আমি এ মলটি তে বহু বার গিয়েছি কিন্তু কখনই পুরোপুরি ঘুরে দেখতে পারিনি, এত বিশাল ! এর পাশেই পাবেন বুর্জ খলিফা, পৃথিবীর সবচেয়ে উচু বিল্ডিংটি , 4000/5000 হাজার টাকা এন্ট্রি ফী দিয়ে ঘুরে আসতে পারেন, সব চেয়ে উচু জায়গায় গিয়ে পৃথিবীটাকে এক ঝলক দেখে নিতে পারেন, বার দুবাই এসে দেখে যেতে পারেন Dubai Museum. মিস করবেননা Palm Jumeira, Palm Island, Wild Wadi water park, Marina ঘুরে দেখতে, পাশ দিয়ে দেখে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে বায়্বহুল হোটেল Burj Al Arab. জীবনটা উপভোগ করতে যা যা লাগে তার সব কিছু সাজানো ঘুছানো আছে এখানে, হাতের কাছেই পাবেন সব, কোনো কিছু পেতে খুব একটা বেগ পেতে হয়না , আধুনিক এত নির্মান হয়তো আপনাকে অবাক করবে তবে শুনে খুশি হবেন এ সব নির্মান কাজে অংশ নেয়া অধিকাংশ বাংলাদেশী, বাংলাদেশী শ্রমিকেরা আধুনিক দুবাই বানিয়েছে / আসতে পারেন দুবাই, এটা সারা পৃথিবীর মানুষের জন্য চমত্কার রেস্ট হাউস, কিন্তু আপনার যথেষ্ট টাকা থাকতে হবে কারণ এটা খুবই Expensive City.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।