আমাদের কথা খুঁজে নিন

   

আসওয়াদে ছয়টি ব্রিটিশ ব্র্যান্ডের কাজ চলছিল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার যে কারখানায় আগুনে নয়জনের প্রাণহানি ঘটেছে, সেই আসওয়াদ কম্পোজিট টেক্সটাইলে ছয়টি ব্রিটিশ ব্র্যান্ডের পোশাক তৈরির কাজ চলছিল বলে জানিয়েছে ব্রিটিশ ইনডিপেন্ডেন্ট টেলিভিশন (আইটিভি)। কোম্পানিগুলো হচ্ছে নেক্সট, প্রাইমার্ক, জর্জ, গ্যাপ, এইচ অ্যান্ড এম এবং মরিসন্স।

আইটিভি নিউজের সাংবাদিকেরা পুড়ে যাওয়া কারখানা ভবনে এমন কিছু নথিপত্রের চিত্র ধারণ করেছেন যেগুলোতে জর্জ, এইচঅ্যান্ডএম, গ্যাপ ও প্রাইমার্কের নাম রয়েছে। এইচঅ্যান্ডএম, নেক্সট ও মরিসন্স আলাদাভাবে বিবৃতি দিয়ে পলমল গ্রুপের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্কের কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।



এইচঅ্যান্ডএম বলেছে, পলমলের অনেকগুলো কারখানা আছে এবং সেসব কারখানায় আসওয়াদ কম্পোজিট মিল থেকে কাপড় সরবরাহ করা হতো। একই ধরনের কথা জানিয়েছে মরিসন্স। তবে, নেক্সট বলছে, তাদের পোশাক সরবরাহকারী হচ্ছে মেরিনা গার্মেন্টস। এই কারখানাটি আসওয়াদের থেকে কাপড় কিনত।

রানা প্লাজা ধসের ছয় মাস পূর্তিতে সেখানকার হতাহত শ্রমিকদের পরিবারগুলোর পুনর্বাসন বিষয়ে আইটিভি নিউজের বাণিজ্যবিষয়ক সম্পাদক লরা কুইন্সবার্গ গতকাল ব্রিটেনের সান্ধ্য সংবাদে যখন তাঁর বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছিলেন, সে সময়েই গাজীপুরে আসওয়াদ টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে, বেসরকারি প্রতিষ্ঠান ইথিকাল ফ্যাশন ফোরামের পরিচালক ক্লেয়ার লিসামেন আজ বুধবার দুপুরে আইটিভির এক অনুষ্ঠানে বলেছেন, কারখানাগুলোকে আগুনের ঝুঁকি থেকে মুক্ত করতে এবং শ্রমিকদের যথাযথ মজুরি দিতে খুব বেশি অর্থের দরকার হবে না। তিনি দাবি করেন, পোশাকপ্রতি মাত্র পাঁচ পেন্স (ছয় টাকা) বাড়ালেই মজুরি দ্বিগুণ করা সম্ভব।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.