আমাদের কথা খুঁজে নিন

   

এজেন্সির প্রতারণায় ৪০৫ হাজীর ক্ষোভ আর অশ্রু

হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে ৪০৫ জন হজযাত্রী গতকাল সৌদি আরব যেতে পারেননি।

এ কারণে বিক্ষুব্ধ যাত্রীরা অশ্রু চোখে রাজধানীর আশকোনা এলাকায় হজ ক্যাম্প ঘেরাও করেন। পরে বিমানবন্দর সড়ক অবরোধ করে এক ঘণ্টার বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অনেককেই কাঁদতে ও আহাজারি করতে দেখা গেছে। উল্লেখ্য, গতকাল ছিল শেষ হজ ফ্লাইট।

এ সময় বিমানবন্দর সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রতারিত হজ যাত্রীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রতারণার শিকার গোলাম কিবরিয়া নামের এক হজযাত্রী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আল মোকারম নামে এক হজ এজেন্সি আমার মতো ২৫৩ জনের কাছ থেকে মাথাপিছু আড়াই লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। তাদের প্রতারণার কারণে আমার মতো ২৮৩ জন হজে যেতে পারছেন না। এছাড়া রশিদ হাওলাদার নামে আরেক ব্যক্তি বলেন, এশিয়ান ওভারসিজ নামে এক হজ এজেন্সি ১৫২ জনের কাছ থেকে মাথা পিছু ২ লাখ ৪০ হাজার টাকা নিয়েও হজে পাঠাতে পারেনি।

গতকাল শেষ হজ ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা আগে প্রতারিত হাজিরা অশ্রু চোখে হজ ক্যাম্পে হাজির হন। যেতে পারবেন না এমন খবরে তারা ক্ষোভে ফেটে পড়েন। প্রধান সড়ক থেকে সরিয়ে দিলেও হাজিরা সরকারের উচ্চ মহলের আশু হস্তক্ষেপের আশায় ফুটপাতে অবস্থান নেন। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ফুটপাতেই অবস্থান করছিলেন।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.