আমাদের কথা খুঁজে নিন

   

কৃষকের ঈদ আনন্দ এবার ঝালকাঠিতে

প্রতিবারের মতো এবারও নতুন তথ্য ও বিনোদনের সম্ভার নিয়ে আসছে চ্যানেল আইয়ের 'কৃষকের ঈদ আনন্দ'। এবার অনুষ্ঠান ধারণে গুরুত্ব পেয়েছে দেশের দক্ষিণাঞ্চল। দেশের বাণিজ্যিক ও নৌ যোগাযোগে একসময়ের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠি জেলার গাবখান খালের পাড়ে বসেছিল কৃষকের ক্রীড়া উৎসব। আর এই উৎসবের ভেতর দিয়েই অনুষ্ঠানের কৃষকের প্রাণের মানুষ শাইখ সিরাজ মালা গেঁথেছেন দক্ষিণের সব ঐতিহ্য সংস্কৃতি ও সমৃদ্ধির জায়গাগুলো নিয়ে। নতুন করে দর্শকদের সন্ধান দিয়েছেন আমাদের হারানো গৌরবের স্বর্ণালী ক্ষেত্রগুলোকে।

দেশের সুউচ্চ গাবখান সেতু থেকে শুরু করে ঝালকাঠির কীর্তিপাশা নদীর ওপরে ভাসমান বাজার, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলার এ কে ফজলুল হকের জন্মভিটা, কবি জীবনানন্দ দাশের জন্মভূমি আর তার প্রিয় ধানসিড়ি নদী, কবি কামিনী রায়ের অস্তিত্ব হারানো স্মৃতিক্ষেত্র, কীর্তিপাশা জমিদার বাড়ি এলাকা, নলছিটি বাজারের অজ্ঞাত চায়না কবরস, ঐতিহ্যবাহী গণি মিয়ার গামছাসহ ঝালকাঠি তথা দক্ষিণাঞ্চলের অনেক জানা-অজানা চিত্র উঠে আসবে এবারের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে। একইভাবে এবারের কৃষকের ঈদ আনন্দে সংযোজিত হয়েছে আকর্ষণীয় ও নতুন কিছু খেলাধুলা। তার মধ্যে রয়েছে শেরে বাংলার স্মৃতিধন্য ঝালকাঠির তরুণদের মধ্যে কিলিয়ে নারকেল ভাঙা প্রতিযোগিতা, তরুণ দম্পতিদের মধ্যে ঝুড়িতে পেয়ারা ছোড়া প্রতিযোগিতা, জোড় পায়ে দৌড়, কাদায় রাগবি, হা ডু ডু, বাঁশের ওপর দিয়ে হাঁটা, চক্কর খোঁজ ইত্যাদি। এ ছাড়া প্রতিবারের মতোই এবারও রয়েছে তৈলাক্ত কলাগাছে ওঠা, বালিশ লড়াই প্রতিযোগিতা। এলাকার বৈচিত্রের কারণেই এবারের কৃষকের ঈদ আনন্দে থাকছে ভিন্নতা ও নতনত্বের স্বাদ।

কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটিকে ঘিরে নতুন করে জেগে উঠছে এদেশের গ্রামাঞ্চল। উজ্জীবিত হচ্ছেন কৃষক। এ অনুষ্ঠানটিকে অনুসরণ করে দেশের বিভিন্ন এলাকায় আবার নতুন করে শুরু হয়েছে নৌকাবাইচ, ষাঁড়ের লড়াই, ঘোড়দৌড় থেকে শুরু করে ঈদ আনন্দ অনুষ্ঠানের প্রচলিত বিভিন্ন বিষয়ের খেলাধুলা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, কৃষকের ঈদ আনন্দ একেক বছর একেক এলাকার ইতিহাস ঐতিহ্যের দিকে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছে। তার ধারাবাহিকতায় এবার দক্ষিণাঞ্চলের ঝালকাঠি থেকে আমরা ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছি।

আজ কৃষি পর্যটন, বাজার ও অবকাঠামো গড়ে তোলা হলে শুধু কৃষিপণ্যের ন্যায্যমূল্য নয় জীবন-যাপনের সবক্ষেত্রেই এগিয়ে থাকতেন ওই অঞ্চলের সাধারণ জনগণ। সরকার দক্ষিণাঞ্চলকে আবারও শস্যভাণ্ডারে পরিণত করতে ৫৮ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষ ১০ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার ভেতর কৃষকের সমস্যা ও সংকটের জায়গাগুলো বিশেষ গুরুত্ব পাবে- এই আশা নিয়েই তুলে ধরেছি নানান চিত্র।

অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.