আমাদের কথা খুঁজে নিন

   

3Doodler কলম, যা কিছু লিখবেন সবই বাস্তব মনে হবে!

এখন থেকে আপনি চাইলে যে কোনো কিছুই আঁকতে এবং লিখতে পারবেন, যা দেখতে বাস্তব বলেই মনে হবে। এমনকি আপনি বাতাসেও চাইলে লিখতে পারবেন, একইভাবে কাগজেও! লেখার সেকেন্ডের মাঝে ঐ লেখা শক্ত রূপ নেবে যা দেখতে অনেকটাই বাস্তব মনে হবে। আরএই অভাবনীয় ব্যাপার ঘটবে 3Doodler কলম দিয়ে।

সম্প্রতি আধুনিক প্রযুক্তির জগতে সংযোজিত হলো আরেক আবিষ্কার 3Doodler নামের 3D কলম, যা দিয়ে আপনি যে কোনো লেখাকে ত্রিমাত্রিক আভা দিতে পারবেন। আমরা সাধারণত এতদিন কাগজে লিখেই অভ্যস্ত এবং কাগজ কলমের সেই লেখা কাগজের গায়ে দাগ টানা পর্যন্তই সীমাবদ্ধ ছিল।

তবে এবার 3Doodler এর মাধ্যমে মানুষ হাওয়ার মধ্যে এবং খাতার মধ্যে ত্রিমাত্রিকভাবে লিখতে বা আঁকতে পারবেন।

3Doodler এমন একটি কলম যাতে আঁকার কালি হিসেবে ব্যবহার করা হচ্ছে ABS Plastic। এই ABS Plastic ব্যবহার করা হয় 3D প্রিন্টারেও। এটি চালাতে কোন কম্পিউটার কিংবা প্রোগ্রামের প্রয়োজন হয় না। এটি চলে একটি সকেটের সাহায্যে।

সকেট বিদ্যুতের সাহায্যে গরম হয়ে ভেতরের ABS Plastic নরম করে দেয়, ফলে একটি সুইচ চাপ দিলেই গলিত ABS Plastic বাইরে বের হয়ে আসে এবং একে কালির মত যে কোন আকৃতিতে রূপ দেয়া যাবে। যখন গলিত ABS Plastic দিয়ে কোন কিছু আঁকা হবে এটি সাথে সাথে বাতাসের সংস্পর্শে এসে শীতল হয়ে শক্ত হয়ে যায়; ফলে একে যেকোনো আকৃতি দেয়া যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.