আমাদের কথা খুঁজে নিন

   

চাবির রিংঙে বান্ধা, আমি এক বান্দা!

andharrat@জিমেইলডটকম

দুই নম্বরী পাবলিকদের আগে এড়িয়ে চলা সম্ভব হত, কিন্তু এখন একেবারেই অসম্ভব। চারিদিকে রাশি রাশি মানুষ কু-মতলববাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরিচিত অপরিচিত, আত্নীয় অনাত্নীয়, বন্ধু বান্ধবী। কে কোন সময় সুযোগ পেলে গলায় বা পকেটে পোঁচ দেবে ধারনা করা মুশ্কিল। সব সময় একটা তটস্হ অবস্হায় চলাফেরা করতে হয়।

এসব নিয়েও ঠোঁটের মাঝখানে হাসি ঝুলিয়ে কথা বলতে হয়--এটার নাম সৌজন্য কিংবা শিষ্টাচার! যে আমার চরম শত্রু তাকেও মুখোমুখি দেখা হয়ে গেলে কুশল জিঙ্গাসা করতে হয়। ওগো আমার ভদ্রতা-তুমি ওমন কেনো? ইদানিং মনকে ফ্রেস রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মনের উপর প্রতিদিনই দূর্গন্ধযুক্ত ময়লা ছিঁটকে এসে পড়ে যায়। মুছলে দাগ থেকে যায়, থেকে যায় জীবাণুও। এন্টিসেপ্টিক সলিউশন দিয়ে বার বার ঘষতে ঘষতে মনের ত্বকও ছিলে যায়, তবুও দাগ মুছে না।

ধুর! কী সব আবোল তাবোল লিখলাম। দয়া করে কেউ পড়বেন না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।