আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ধরণের ডোমেইন ও হোস্টিং কিনতে চান? ০.০১ পয়সায় একটি হোস্টিং কিনুন

পোস্টের শুরুতে সবাইকে সালাম জানাই। আমরা যারা ওয়েব সাইট তৈরি করতে চাই তাদের সামনে সর্বপ্রথম যেই প্রশ্নটি এসে যায় ডোমেইন ও হোস্টিং কি? মূলত  ডোমেইন ও হোস্টিং কি এই বিষয়ই আলোচনা করা হবে এই পোস্টে। আশা করি পোস্টটি পড়ার পর আপনার ডোমেইন হোস্টিং সম্পর্কে একটি ধারণা এসে যাবে।
ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে।



Ex: AmarSpot.com (এটিও একটি ডোমেইন)
টপ লেভেল ডোমেইনঃ .com .net .org .info ইত্যাদি ডোমেইনকে টপ লেভেল ডোমেইন বলা হয়। (এইসব ডোমেইন কিনতে হয়)
ফ্রী ডোমেইনঃ .blog.com .xtgem.com .blogspot.com .tk ইত্যাদি ডোমেইনকে ফ্রী ডোমেইন বলা হয়।  (এইসব ডোমেইন ফ্রীতে পাওয়া যায়)
মূল্যঃ একটি টপ লেভেল ডোমেইনের দাম ১বছরের জন্য ১০০০টাকা।
বেশির ভাগ লোকই ডোমেইন কি তা জানে তবে হোস্টিং কি তা বুঝতে পারে না। আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে।

আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি।  বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে যারা সাইট হোস্টিং করে থাকে। আপনার যেই হোস্টিং প্যাকেজটি ভালো লাগে আপনি সেটি কিনতে পারেন।

প্রকারভেদঃ শেয়ারড, রিসেলার, ক্লাউড, ভিপিএস ইত্যাদি।


মূল্যঃ ১হাজার টাকা থেকে ১লাখ+ টাকাও হতে পারে।
 
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।