আমাদের কথা খুঁজে নিন

   

মুঝে তো মাজাক করনেকা আদত হে, হু মে আদতসে মজবুর!!!



সবাই এত সিরিয়াস কেন বুঝি না! জগতে মজা করার বহুত চিজ আছে। সবচাইতে বড় কথা আমি মজা করতে ভালবাসি। মারো কাটো যাই কর আমার আমিকে বদলানো হয়ত অসম্ভব নয় তবেকি আমি তা চাই না। আমার ভেতর যে শিশুমনটি আছে তাঁকে আমি ইচ্ছে মত উড়তে দিয়েছি। আমার মনের ফড়িংটাকে ইচ্ছে মতন উড়ে, নিচ্ছি পুরে মনের তাঁরে নতুন সুর ভরে।

ফলাফল- আমি চার্লি চ্যাপলিন বা রায়ান এটকিনস হয়ে যাইনি। আমি হয়েছি আমার মত এবং তা হতে গিয়ে আমি যে রুলস ফলো করি তা হল কোন রুলসই নেই যা ফলো করতে হবে। তবে কমন কিছু ব্যাপার আছে যা সব সময় করি- * যাই ঘটুক টেনশনকে পেনশন দিতে শিখে নিয়েছি। * আমার মাথাব্যাথা হলেই আমি বাম লাগাই অন্যের মাথায় অবশ্যই নয়। * যা করতেই হবে সেটা করতে সম্পূর্ণ উৎসাহ লাগাই, তা ব্যপারটা যতই একঘেয়ে হোক না কেন।

* কোন কথা হবে না মামা ফেঁসে গেলে একটা না একটা পথ বের হবেই। * দলবেধে মজা করতে ভালবাসি তা সবসময় দলনেতা আমাকেই হতে হবে এমন কথা নেই। আরো অনেক কিছুই করি যথন যেটা সুইটেবল মনে হয় করে নেই। খামোখা বাতিল শিশিতে নতুন মাল ভরার আদিখ্যেতায় যাই না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।