আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা আজকের ভার্সিটি



১. দুজন মেয়েকে দেখলাম তারা কান্নাকাটি করছে কেন করছে তার আগ্রিম চিন্তা বা বর্ননা না করাই ভাল। উভয়ের কান্নার অনুভূতিগুলো বিশেষ গতানুগতিক বিষয়বস্তুর দিক নির্দেশনা প্রকাশ করে। ২. দুজন কপতি ছেলে-মেয়েকে দেখলাম তারা তাদের কথপকথনের মধ্য দিয়ে উচ্চ বাক্য চালাচালি করছে। একজন আরেকজন কে বলছে হে তুমি পাবলিক প্লেস এ সবার সামনে আমার সাথে এমনভাবে কথা বললা কেন, তোমাকে না বললাম এ দিকে আস তুম...ি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি, না আমি আসব না তুমি যাও আমি তোমার সাথে যাব না, তোমকে না বলছি এ দিকে আসতে..হেন তেন পেন পেন চলতেই ছিল। ৩.আরেক কপতি একজন আরেকজন কে বলছে কই দেখি তোমার মোবাইলটা দেখিতো তোমার পাসওয়ার্ডটা বল তো-না বলব না কি করবা না দিলে। ৪. আরেক বন্ধু-বান্ধবী হয়তো বা কপতিও হতে পারে-দেখলাম গভীর সিড়ির কোনায় গিয়ে একজন আরেকজন কে মিষ্টি জাতিয় খাবার মোহাব্বত চালাচালি করছে তবে হা খারাপ কিছু করে নাই-ভাল তো ভাল না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.