আমাদের কথা খুঁজে নিন

   

পিসিতে যেকোনো কিছু একেবারে Slow Motion/3D স্টাইলে মিনিমাইজ করুন! না দেখলে বিশ্বাস করতেই চাইবেন না!!!

আসসালামু আলাইকুম,
সিনেমাতে যখন হিরো ভিলেনদের কিল-ঘুসি মারে তখন কত Slow Motion এ তা দেখায়, বিশেষ করে সালমান খান হলে তো কথায় নাই!!! এরকম যদি পিসিতে কিছু হত তাহলে তা স্বপ্নের চেয়ে কম নয় বটে! যদি পিসিতে কোন নতুন ট্রিক্স করা যায়, তাহলে কার না ভালো লাগবে বলুন তো??  তাই আজ আপনাদের জন্য আজ শেখাব কিভাবে যেকোনো কিছু Slow Motion/3D স্টাইলে মিনিমাইজ, ওপেন, থ্রিডি, ক্লোজ ইত্যাদি অ্যাকশন ট্রিক্স করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের পোস্ট। আশা করি আপনারা সকলেই নতুন কিছু শিখবেন আর মজা পাবেন!!! 



.
 Slow Motion/3D স্টাইলে ট্রিক্স করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন—-
1.  প্রথমে Winkey+R চেপে RUN চালু করুন।
2. এখন regedit লিখে registry editor  ওপেন করুন।

3.  registry editor ওপেন করে নিচের লাইন অনুযায়ী ঢুকুন–
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\DWM

4. DWM এর প্যানেলে ফাঁকা জায়গায় ডান ক্লিক করে New->DWORD (32-bit) Value তৈরি করুন।



5. Nwe Key কে Rename করুন এটি দ্বারা-   AnimationsShiftKey.
6. এখন সেটি ওপেন করে Value data দিন- 1 এবং ওকে করুন।

7. Effect পাওয়ার জন্য রেজিস্ট্রি থেকে বের হয়ে PC রিস্টার্ট দিন। এবং  Slow Motion/3D স্টাইলে মজা নিন  
1. Hold Shift when you Click the minimize button: কোন উইন্ডো মিনিমাইজ করার আগে Shift কি চেপে ধরে মিনিমাইজ করুন, আর মজার Slow Motion ইফেক্টের মজা নিন!!
2. Hold Shift while in the Alt+Tab menu: অনেক গুলা উইন্ডো ওপেন থাকলে আপনি Alt+Tab চাপুন, তারপর Shift ধরে রাখুন, দেখবেন ম্যাজিকের মত মিলিয়ে গেলো!! 
3. Hold Shift in Flip 3D (Ctrl+Winkey+Tab): বুঝতেই পারছেন! 3D স্টাইল পেতে হলে, Ctrl+Winkey+Tab  চেপেShift চাপুন আর মজা লুটুন!!
4. Hold Shift when opening new windows: কোন নতুন উইন্ডো  খোলার সময় Shift চেপে খুলুন, এতে ম্যাজিকের মত হাজির হবে!!
5. Hold Shift after you Click the minimize button: কোন উইন্ডো মিনিমাইজ করার পর তাড়াতাড়ি হুট করে, Shift চেপে ধরলে তাড়াতাড়ি করে মিনিমাইজ হওয়া উইন্ডো Slow Motion হয়ে যাবে!!!
6. Hold Shift after opening new windows: কোন নতুন উইন্ডো খোলার সময় তাড়াতাড়ি হুট করে, Shift চেপে ধরলে তাড়াতাড়ি করে ওপেন হওয়া উইন্ডো Slow Motion এ আস্তে আস্তে ওপেন হবে! কি মজার তাই না!!! 
আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন।

আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি । পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.