আমাদের কথা খুঁজে নিন

   

একই পিসিতে ডেস্কটপ এবং ট্যাবলেট

একই সঙ্গে দুটি অপারেটিং সিস্টেম [ওএস] চালানোর সুবিধা সংবলিত কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে পিসি নির্মাতা আসুস। গতকাল তাইওয়ানের রাজধানী তাইপেতে কম্পিউটার পণ্যের মেলা 'কম্পিউটেক্স ২০১২' উপলক্ষে আসুসের চেয়ারম্যান জনি শি পিসিটি উন্মোচন করেন। এটি একাধারে ডেস্কটপ এবং ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। নতুন এ ট্যাবলেট কম্পিউটারে উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড ওএস বিল্ট-আন আকারে থাকবে। তাইওয়ানের রাজধানী তাইপেতে আগামীকাল থেকে শুরু হচ্ছে কম্পিউটার মেলা।

মেলায় ডিভাইসটি প্রদর্শন করবে আসুস। ১৮.৪ ইঞ্চি পর্দার পানি নিরোধক সুবিধার ট্রান্সফরমার এআইও মডেলের পিসিটি অ্যান্ড্রয়েডের সব নতুন সংস্করণ সমর্থন করবে। ট্যাবলেট ও মোবাইল ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজকে পেছনে ফেলে শীর্ষ ব্যবহৃত ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড। মূলত সব ধরনের গ্রাহককে আকৃষ্ট করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যান্ডয়েড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, আসন্ন কম্পিউটেক্স মেলায় ট্যাবলেটসহ আরও কয়েকটি নতুন পণ্য অবমুক্ত করবে আসুস।

আসুসের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন পিসিটি ক্রেতাদের দারুণ অভিজ্ঞতা দেবে। এদিকে ট্যাবলেটসহ ক্ষুদে কম্পিউটার বাজারে চলছে অ্যাপল ও স্যামসাংয়ের রাজত্ব। তবে আসুসের এ নতুন পিসি অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে টক্কর দিতে পারবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।