আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক পোস্ট: মডুদের দৃষ্টি আকর্ষন করছি। অনুপম অনুষঙ্গকে কিছুদিনের জন্য স্থগিত রাখা হোক।

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

আমি বাধ্য হয়ে এই পোস্টটি সাময়িক ভাবে পোস্ট করছি। কিছুদিন আগে একটি পোস্টে পড়েছিলাম যে, একজন ব্লগার অনেকদিন বা কয়েকদিন সময় ধরে কষ্ট করে একটি পোস্ট লিখেন এবং ব্লগে পোস্ট করেন। আমি সম্পূর্ণভাবে একমত। কারণ, আমরা সবাই ব্যস্ত জীবন-যাপন করি।

তার মধ্যে যে সময়টুকু আমরা অবসর পাই, সে সময়ে ব্লগে এসে অনেক কিছু জানতে পারি এবং নিজেদের অনেক কথা জানাতে বা শেয়ার করতে পারি। কিন্তু একজন ব্লগার যদি দৈনিক ৪/৫টি পোস্ট করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট প্রথম পাতা থেকে তাড়াতাড়ি হারিয়ে যায়। যা কোনভাবে কাম্য হয়। ব্লগ সবার। আমরা মৌলিক অধিকারকে সম্মান করি।

একজন ব্লগার দৈনিক ১০০ পোস্টও করতে পারে! এটা উনার মৌলিক অধিকার। কিন্তু তাই বলে, উনি অন্যদের সুযোগ দিবে না, সেটা উচিত নয়। একবার ব্লগার গেন্দু মিয়াকে নিয়ে এরকম একটা সমস্যা হয়েছিল এবং পরবর্তীতে উনি তা অনুধাবন, করে নিজের ভুল বুঝতে পেরেছিল এবং এরপর থেকে উনি আর দৈনিক একটির বেশি পোস্ট দেন না। তাই অনুপম অনুষঙ্গকেও বলব, উনি যাতে ব্যাপারটি সঠিকভাবে বুঝতে পারেন এবং আমাকে তথা আমাদের যেন ভুল না বুঝেন। আসুন এক নজরে দেখে নেয়া যাক অনুপম অনুষঙ্গের অক্টোবর মাসে আজ পর্যন্ত পোস্ট সমূহ: ১১ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৭টি (সন্ধ্যা ৬.২১ পর্যন্ত, রাত বকি.... ) ১০ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৬টি ৯ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৪টি ৮ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৬টি ৭ অক্টোবর উনি পোস্ট করেছেন: ২টি ৬ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৪টি ৫ অক্টোবর উনি পোস্ট করেছেন: ২টি ৪ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৫টি ৩ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৭টি ২ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৮টি ১ অক্টোবর উনি পোস্ট করেছেন: ৫টি ১১দিনে মোট ৫৬টি!!!! কবিতা আসুক পাতায় পাতায়, বৃষ্টি হয়ে!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।