আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াটার পার্কে মহিলাদের প্রবেশ নিষেধ!

যুদ্ধের ভয়াবহতা এখনও বিরাজ করছে আফগানিস্তানে। তার মধ্যেই একটু আনন্দ দিতে মধ্য কাবুলে খুলল একটি ওয়াটার পার্ক। সেটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার।

কিন্তু সেখানেও ১০ বছরের বেশি মেয়েদের ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২০১৪ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে সে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে চিন্তিত অনেকেই।

ব্যতিক্রম কাবুল ওয়াটার পার্কের মালিকরা।

শেয়ারহোল্ডার মাহমুদ নাজাফির জানিয়েছেন, ২০১৪ সালে কী হবে তা জেনেই পার্ক তৈরি করেছি। ২০১৪ সাল নিয়ে আমরা চিন্তিত নই।

উল্লেখ্য, গত কয়েক বছরে কাবুলে একটি মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব হয়েছে। বিনোদনের খোঁজে তাদের অনেকেই ৫০০ আফগানি দিয়ে ওয়াটার পার্কে আসবেন বলে আশা করছেন পার্কের উদ্যোক্তারা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.