আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ভারত উপকূলমুখী শক্তিশালী ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে এখন ৩ নম্বর সতর্কতা দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুরে এক বিশেষ বুলেটিনে সতর্কতা সঙ্কেত বাড়ানোর কথা জানানো হয়। 'অতি প্রবল' এই ঝড়ের সন্ধ্যায় রাজধানীর উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে  আঘাত হানতে পারে।

ঝড়ের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়িষ্যা উপকূলের ৩ লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঝড় কাছাকাছি আসার পর সেখানে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটারে বাড়ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়ে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে বলে আভাস দেয়া হয়েছে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।