আমাদের কথা খুঁজে নিন

   

টেলিকম সেবায় চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক তালিকায় টেলিকম খাতে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। অন্তর্ভুক্ত হয়েছে 'সবচেয়ে অগ্রসরমান দেশ' এর তালিকায়। তথ্য সমাজের উন্নয়ন ধারা বিশ্লেষণ করে প্রণীত বার্ষিক প্রতিবেদনে এই ইতিবাচক অবস্থা উপস্থাপন করেছে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন (আইটিইউ)। বিশ্বব্যাপী টেলিকম খাতের অভিভাবক এই প্রতিষ্ঠানের জরিপে টেলিকম সেবার মাধ্যমে দেশের মানুষের জীবন-মান উন্নয়নে বিশ্বের ১৫৭টি দেশের মধ্যে ১৩৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০১১ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম।

সেই হিসেবে টেলি সেবায় বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। চারটি ক্ষেত্রে ১০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন ১ দশমিক ৭৩। আগের বছর এটি ছিল ১ দশমিক ৬২। আইটিইউর মতে, ইন্টারনেট প্রসারের ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো এই তালিকায় সমান ধাপে এগিয়েছে অস্ট্রেলিয়া, ওমান এবং জিম্বাবুয়ে।

দক্ষিণ এশিয়ার মধ্যে এখনো শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান বাংলাদেশের সামনের সারিতে অবস্থান করছে। শ্রীলঙ্কা তাদের আগের বছরের মতোই ১০৭তম অবস্থান ধরে রেখেছে। ভারত ও পাকিস্তান এক ধাপ পিছিয়ে যথাক্রমে ১২১তম এবং ১২৯তম অবস্থানে নেমে গেছে। পাশের দেশ মিয়ানমারও (১৩৪তম) বাংলাদেশের সামনে রয়েছে। আইটিইউ'র হিসেবে গড়ে ৫০ শতাংশ হারে ব্রডব্যান্ড ঘনত্বের দিক থেকে ইউরোপই এগিয়ে।

২০০৯ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে আইটিইউ। এবার এই তালিকায় শীর্ষে রয়েছে কোরিয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। এ ছাড়া গড়ে ৫০ শতাংশ হারে ব্রডব্যান্ড ঘনত্বের দিক থেকে বিশ্বে এগিয়ে ইউরোপ। * ইনফো ডেস্ক

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.