আমাদের কথা খুঁজে নিন

   

ডিআরইউ এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবিরের ইন্তেকাল

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির আজ দুপুরে রাজধানীর জুরাইনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

আজ দুপুর দেড়টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথেই শফিকুল কবিরের মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য কারিয়ারের অধিকারী শফিকুল কবির ১৯৬০ এর দশকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও শহীদ সিরাজ উদ্দিন হোসেনের তত্ত্বাবধানে সাংবাদিকতা শুরু করেন। ‘নোনতা খান’ নামে তার লেখাগুলো দারুণভাবে পাঠক সমাদৃত হয়।

ঢাকায় কর্মরত রিপোর্টারদের পেশাগত মান উন্নয়ন ও মর্যাদা রক্ষায় ঢাকা ডিআরইউ প্রতিষ্ঠায় তিনি প্রধান সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৫ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ১৯৯৬-৯৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.