আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে টিসিবির পিয়াজ কিনতে উপচেপড়া ভিড়

রংপুরের বাজারে পিয়াজের ঝাঁজ বেড়ে যাওয়ায় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন টিসিবির বিক্রয় পয়েন্টগুলোতে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে কারসাজি রোধ এবং বরাদ্দ পাওয়া পিয়াজ সুষ্ঠুভাবে বিক্রির ব্যাপারে প্রতিটি পয়েন্টে টিসিবির কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের হাটবাজারগুলোতে পিয়াজ দেশি ১৫০ ও ভারতীয় ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়ে। কম দামে পিয়াজ কিনতে তারা ছুটে যাচ্ছেন নগরীর সাতমাথা, সিওবাজার, কাচারিবাজার, প্রেসক্লাব ও সিটিবাজার এলাকায় টিসিবির বিক্রয় পয়েন্টে।

পয়েন্টগুলোতে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। সিওবাজার পয়েন্টের ডিলার রেজাউল ইসলাম রেজা বলেন, বেলা ২টা মধ্যে তার ৫০০ কেজি পিয়াজ ফুরিয়ে গেছে। চাহিদা অনুযায়ী পিয়াজ না থাকায় অসংখ্য মানুষ ফিরে গেছে। প্রতি ডিলারকে ৫০০ কেজি করে পিয়াজ বরাদ্দ দেয় টিসিবি। সিওবাজার পয়েন্টে আসা পান দোকানি আবদুর রাজ্জাক অভিযোগ করেন, লাইনে দাঁড়িয়ে থেকেও পিয়াজ ভাগ্যে জোটেনি।

টিসিবির রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। ডিলাররা ঈদের আগের দিন পর্যন্ত পিয়াজ বিক্রি করবেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।