আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্বঃ বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (সম্পূর্ণ ফ্রি দুটো মিউজিক ডাউনলোড করুন !!!)



আগের পর্বে Brainwaveoptimizer.com –এর কথা আপনাদের জানিয়েছিলাম। যদি আগের পর্ব পড়ে থাকেন তাহলে হয়তোবা মনে আছে যে, এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশীরা কম খরচে এবং ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ছাড়াই বিভিন্ন ধরণের মিউজিক কিনতে পারবে। এ মিউজিকগুলো সবগুলোই ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। একেকটি মিউজিক একেক ধরণের চাহিদা মেটাতে সক্ষম। যেমনঃ কোনটি আপনার ক্রিয়েটিভিটি/সৃজনশীলতা বাড়াবে বা আপনার সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করতে সাহায্য করবে, কোনটির নিয়মিত ব্যবহার আপনার মনোযোগ বাড়াবে, কোনটি আপনার মানসিক চাপ কমাবে, কোনটি আপনার মনকে খুব সহজে মেডিটেশনের বিভিন্ন স্তরে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।

যা হোক এই পর্বে আপনার জন্য আমার পক্ষ থেকে একটি অফার আছে। গ্রহণ না করা অবশ্য আপনার ব্যাপার Brainwaveoptimizer.com এর পক্ষ থেকে আমি আপনাকে দুটো মিউজিক ফ্রি ডাউনলোড করার অফার দিচ্ছি। মিউজিকগুলো এই প্রযুক্তির মাধ্যমে তৈরী করা হয়েছে। এর একটি আপনাকে খুব অল্প সময়ের মধ্যে অনেক রিলাক্সড করবে। বেশী রিলাক্সড হওয়ার কারণে অবশ্য আপনি ঘুমিয়েও যেতে পারেন।

তবে মিউজিক শেষ হওয়ার আগেই আপনি আবার জেগে উঠবেন। এই মিউজিকটি মাত্র ১৫ মিনিটের মধ্যেই আপনার সচেতনতার স্তরকে পরিবর্তন করে জেগে থাকা, রিলাক্সড, তন্দ্রাচ্ছন্ন ও ঘুমের স্তরে নিয়ে যাবে। এটি শুনে জেগে ওঠার পর আপনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন থাকতে পারেন। তবে এই তন্দ্রাচ্ছন্ন ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। আস্তে আস্তে আপনি শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা অনুভব করবেন এবং আপনার দৈনন্দিন কাজে আবার নিজেকে নিয়োজিত করতে পারবেন।

আরেকটি মিউজিক আপনাকে হাল্কাভাবে রিলাক্সড হতে সাহায্য করবে এবং আপনার ব্রেন-এ আলফা ব্রেনওয়েভ কে অধিক পরিমানে সক্রিয় করবে। মিউজিকগুলো একত্রে একটি কমপ্রেসড ফাইলে দেয়া হয়েছে। এই ফাইলটির extension হল (.rar) এবং এটি খোলার জন্য WinRAR নামের একটি Software আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। এই Software টি ফ্রি ডাউনলোড করা যায় এবং ফ্রি হিসেবে ব্যবহার করা যায়। তাই এটি নিয়ে চিন্তার কিছু নেই।

যা হোক মিউজিকগুলো পাওয়ার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ ১) ভিজিট করুনঃ http://www.brainwaveoptimizer.com ২) ওয়েবসাইটের উপরে ডানদিকে ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য একটা বক্স খেয়াল করুন। ৩) বক্সে আপনার নাম ও ই-মেইল অ্যাড্রেস দিয়ে “SUBMIT TO GET YOUR MUSIC” লেখা বাটনে ক্লিক করে নাম ও ই-মেইল অ্যাড্রেস সাবমিট করুন। ৪) নাম ও ই-মেইল অ্যাড্রেস Submit করার পর নতুন একটি Webpage আসবে। এই Webpage – এ আপনি যে ই-মেইল অ্যাড্রেস দিয়েছেন তা চেক করতে বলা হবে। আপনি আপনার ই-মেইলে গিয়ে এই ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলটি চেক করবেন এবং মেইলের তথ্য অনুযায়ী ডাউনলোড রিকোয়েস্টটি কনফার্ম করবেন।

৫) আপনি আপনার ই-মেইল চেক করে ডাউনলোড রিকোয়েস্টটি কনফার্ম করলে নতুন একটি Webpage আসবে। এই পেজ –এ আপনাকে আবার ই-মেইল চেক করার জন্য বলা হবে। ৬) আপনি আবার ই-মেইল চেক করবেন। ৭) এই ওয়েবসাইট থেকে আপনি আবার আরেকটি ই-মেইল পাবেন। মেইলটি ওপেন করলে আপনি ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করার জন্য ডাউনলোড লিংক এবং একটি পাসওয়ার্ড পাবেন।

৮) ফাইলটি ডাউনলোড করুন এবং মেইলে দেয়া পাসওয়ার্ড ব্যবহার করে এটির ভিতরে থাকা ২ টি মিউজিক এবং একটি PDF file extract করুন। ৯) ফাইলটির ভিতর দেয়া মিউজিকগুলো Extract করে নিজের কম্পিউটার বা mp3 মিউজিক শোনার ডিভাইসে নিন এবং মিউজিকগুলো শুনুন। Note: (১) কমপ্রেসড ফাইলটিতে একটি PDF ফাইল/ই-বুক দেয়া আছে। আপনি মিউজিকগুলো শোনার আগে অবশ্যই অবশ্যই এটি পড়ে নিবেন। এটি মাত্র ৩ পৃষ্ঠার এবং পড়তে ৫-১০ মিনিটের বেশী সময় লাগার কথা না।

(২) ই-মেইল চেক করে ডাউনলোড রিকোয়েস্ট কনফার্ম করানোর কারণ হচ্ছে আপনি কি নিজেই এই মিউজিকগুলো ডাউনলোড করার জন্য আপনার ই-মেইল অ্যাড্রেস দিয়েছেন নাকি আপনাকে না জানিয়ে অন্য কেউ আপনার ই-মেইল অ্যাড্রেস দিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া। ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করুন এই প্রযুক্তি উপভোগ করা শুরু করুন। ফ্রি মিউজিকগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের এই পর্বের মধ্যে দিয়ে ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তি নিয়ে এই ধারাবাহিকভাবে প্রকাশ করা লেখাটা শেষ করছি। আপনি নিয়মিতভাবে আমার লেখাগুলো পড়লে এই প্রযুক্তি এবং এটি আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে অথবা কিভাবে আমাদের উপকারে আসতে পারে সে বিষয়ে আশা করি আপনার একটা ভাল ধারণা হয়েছে।

আপনার জীবন আরো সুন্দর ও উপভোগ্য করার জন্য আত্ম-উন্নয়ন করুন। আপনার আত্ম-উন্নয়ন যাত্রায় ব্রেনওয়েভ এনট্রেইনমেন্ট প্রযুক্তি আপনাকে অনেক সাহায্য করতে পারে এবং আপনার আত্মউন্নয়ন যাত্রায় একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে থাকতে Brainwaveoptimizer.com এর পক্ষ থেকে আমরাও আপনার সাথে থাকতে প্রস্তুত আছি সবসময়। আপনি চাইলে আমাদেরকে লিখতে পারেন নিচের ই-মেইল অ্যাড্রেসেঃ যা হোক আর কথা বাড়াচ্ছি না। আপনি ভাল থাকুন এবং সুস্থ থাকুন। আমার এবং Brainwaveoptimizer.com এর পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ~ এহসান (আর চলবে না................এই ধারাবাহিকের আজকেই ইতি টানা হল ) আগের পর্বঃ ১।

পর্ব -০১: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (পরিচয় হওয়ার গল্প) ২। পর্ব -০২: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (আমাদের জীবনে এর ব্যবহার) ৩। পর্ব -০৩: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (ইতিহাস) ৪। পর্ব -০৪: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (কিভাবে এই প্রযুক্তি কাজ করে) ৫। পর্ব -০৫: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (বিভিন্ন ধরণের ব্রেনওয়েভ) ৬।

পর্ব -০৬: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ ও সাবধানতা) ৭। বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ পর্ব -০৭ (এ প্রযুক্তি দিয়ে তৈরী করা মিউজিক এখন বাংলাদেশীদের হাতের নাগালে !!!) বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটির সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত


আরো পড়ুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।