আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ পর্ব -০৭ (এ প্রযুক্তি দিয়ে তৈরী করা মিউজিক এখন বাংলাদেশীদের হাতের নাগালে!!!)



প্রথম দিকের একটি পর্বে বলেছিলাম যে এই প্রযুক্তি দিয়ে তৈরী করা মিউজিক আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় সমস্যাগুলো হলঃ (১) ইন্টারনেট থেকে এগুলো কিনতে গেলে এমন একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে যা দিয়ে ইন্টারনেটে যে কোন পণ্য কেনা যায়। (২) বেশীরভাগ ক্ষেত্রে এই মিউজিকগুলোর খুচরা মূল্য ৮০০ – ৩০০০ টাকার মধ্যে। আর প্যাকেজটাইপের প্রডাক্ট এর মূল্য আরও বেশী যেমনঃ “Brain Evolution System” (ব্রেইন ইভোলিউশন সিস্টেম) নামের একটা প্যাকেজ টাইপের কোর্স ইন্টারনেটে কিনতে পাওয়া যায় যেটির মূল্য ২৯৭ ডলার (বাংলাদেশী টাকায় মূল্য প্রায় ২৩,০০০ টাকা) এসব ব্যাপার বিবেচনা করে বাংলাদেশীদের জন্য আমি একটা ওয়েবসাইট তৈরী করেছি এবং এর মাধ্যমে বাংলাদেশীদের কাছে আমি এই প্রযুক্তি দিয়ে তৈরী করা মিউজিক বিক্রি করছি। ওয়েবসাইটটির অ্যাড্রেস হলঃ http://www.brainwaveoptimizer.com এই ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনি মোট ১৫টি মিউজিক কিনতে পারবেন।

এগুলো কেনার জন্য আপনার ক্রেডিট কার্ড থাকতে হবেনা এবং সবগুলো মিউজিক এর মূল্য বাংলাদেশীদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলেই আমার বিশ্বাস। এই ওয়েবসাইট থেকে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মিউজিক অর্ডার দিতে পারবেন। আপনি ‘BKash’ এর মাধ্যমে অথবা ‘DBBL’ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করার পর আপনার ই-মেইলে মিউজিক ডাউনলোড করার জন্য “ডাউনলোড লিংক” পাঠিয়ে দেয়া হবে। অর্ডার দেয়ার পদ্ধতি ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেয়া আছে তাই অর্ডার দিতে কারও সমস্যা হবেনা। ই-মেইলে পাঠানো ডাউনলোড লিংক এর মাধ্যমে আপনি মিউজিকগুলো ডাউনলোড করে নেয়ার পর mp3 শোনা যায় এরকম যে কোন ডিভাইসে এগুলো শুনতে পারবেন।

বর্তমানে এই ওয়েবসাইটে যে মিউজিকগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো দিয়ে আপনি নিচের কাজগুলো করতে পারবেনঃ (১) তুলনামূলকভাবে অনেক সহজে রিলাক্সড হতে পারবেন এবং মানসিক চাপ কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। (২) আপনার স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা থাকলে দূর করতে পারবেন। (৩) আপনার সৃজনশীলতা আরো বাড়াতে পারবেন এবং বর্তমানে বিদ্যমান সৃজনশীলতার ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। (৪) খুব সহজে আপনার মনকে মেডিটেশন এর বিভিন্ন স্তরে নিয়ে যেতে পারবেন অর্থাৎ খুব সহজে আপনি মেডিটেশন করতে পারবেন। (৫) নিয়মিত ব্যবহারে আত্মসম্মোহন করার মাধ্যমে নিজের মোটিভেশন ও আত্মবিশ্বাস বাড়াতে পারবেন।

(৬) নিয়মিত ব্যবহারে আত্মসম্মোহন করার মাধ্যমে মানসিক উদ্বিগ্নতা কমাতে পারবেন। (৭) আপনার মনোযোগ বাড়াতে পারবেন। (৮) মানসিক অবসাদ দূর করতে পারবেন। (৯) আপনার ব্রেনকে অনেক গভীরভাবে বিশ্রাম দিতে পারবেন (এখানে গভীর বিশ্রাম বলতে ঘুমের সময়ে আমাদের যে বিশ্রাম হয় তার কথা বলছি)। এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি।

আত্মসম্মোহন করার মিউজিকগুলোতে রেকর্ড করা সাজেশন দেয়া হয়েছে। রেকর্ড করা সাজেশনগুলো সব ইংরেজীতে। তবে ইংরেজীতে হলেও এগুলোর উচ্চারণ খুব স্পষ্ট এবং ইংরেজী ভাষায় সাধারণ দক্ষতাসম্পন্ন যে কেঊ এগুলোর অর্থ বুঝতে পারবে। মিউজিকগুলো তৈরী করার সময় যতটা সম্ভব হাই-কোয়ালিটি সাউন্ড দেয়ার চেষ্টা করেছি। তারপরও সর্বোচ্চ ফলাফলের জন্য আপনি যতটা সম্ভব ভাল মানের হেডফোন বা এয়ারফোন ব্যবহার করার জন্য চেষ্টা করবেন।

যা হোক এই পর্বে আর কথা বাড়াচ্ছিনা। আপনি এই প্রযুক্তি দিয়ে তৈরী করা মিউজিক পাওয়ার ব্যপারে আগ্রহী হলে ভিজিট করুনঃ http://www.brainwaveoptimizer.com আপনার জন্য প্রয়োজনীয় কিছু পেয়েও যেতে পারেন এই ওয়েবসাইটে। আগামী পর্বে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসতে পারব বলে আশা করছি আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাকুন। সুস্থ থাকুন।

~ এহসান (চলবে.........) আগের পর্বঃ ১। পর্ব -০১: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (পরিচয় হওয়ার গল্প) ২। পর্ব -০২: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (আমাদের জীবনে এর ব্যবহার) ৩। পর্ব -০৩: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (ইতিহাস) ৪। পর্ব -০৪: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (কিভাবে এই প্রযুক্তি কাজ করে) ৫।

পর্ব -০৫: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (বিভিন্ন ধরণের ব্রেনওয়েভ) ৬। পর্ব -০৬: বিস্ময়কর প্রযুক্তি ব্রেনওয়েভ এনট্রেইনমেন্টঃ (এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য বিধিনিষেধ ও সাবধানতা) বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখাটির সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

আরো পড়ুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।