আমাদের কথা খুঁজে নিন

   

কারণ আমরা তো বেওয়ারিশ কুত্তা, আমাদের পরণের পোষাক লাগে না।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

পিস্তল হাতে বল করতে আসছেন পুলিশ, কুড়াল হাতে ব্যাট করবেন খোকা। আর আমরা উপভোগ করবো ফাইনাল খেলা। ব্যাপারটি এমন হলে বেশ ভালই উপভোগ্য হতো খেলাটি।

কিন্তু যদি বোলারের কাজ ঠিকই পুলিশ করে আর ব্যাটিংয়ের কাজ করে রিক্সাওয়ালা কুলিদের মত নিরীহ আম জনতা তখন খেলাটি বেশি উপভোগ্য হয় খোকাদের জন্য আমাদের জন্য নয়। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সভায় ২৫ অক্টোবরের সমাবেশকে ‘ফাইনাল খেলা’ হিসেবে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল হয়েছে। এবার ফাইনাল খেলা। মাঠে লাশের পর লাশ পড়বে আর খোকা ফখরুলরা বাসায় নিরাপত্তা বেষ্টনীর মাঝে বসে হাতে তালি দিয়ে টিভিতে খেলা উপভোগ করবে। লাশ পড়লে ওরা উপভোগ করবে ঠিক আমরা যেমন উপভোগ করি প্রতিপক্ষের উইকেট পড়লে।

আমরা রাজনীতি করে খাই। ক্ষমতায় যাওয়ার জন্য যা যা দরকার সবই করব। মানুষ তো মানুষ নয় একেকটা রাস্তার কুত্তা, কামড়াতে আসলেই ধড়-মাথা আলাদা করে দিবি। খাবারের কাড়াকাড়িতে কামড়াকামড়ি করাই যাদের চিরাচরিত অভ্যাস, তারাই আমাদের দেশকে শাসন - শোষণ করে। দেশের আঈন শৃংখলা কত নিচে নামলে এমনভাবে সহিংসতাকে উৎসাহিত করা যায়।

আওয়ামীলীগের নিপীড়নে মানুষ অতিষ্ট হয়ে বিএনপিকে ভোট দিবে, এবং তারা ক্ষমতায় যাবে এটা একপ্রকারের নিশ্চিত। কিন্তু আমরা কাদেরকে ভোট দিচ্ছি এটা কি কখনো ভেবে দেখেছি? সুন্দরবনের ক্ষুধার্ত দুটি বাঘের কাছে একটি করে হরিন রেখে বারবার বলছি: আগের হরিনগুলো নাকি তুই যখন ঘুমিয়েছিলি তখন কোথায় চলে গেছে, ভাই এবার অন্তত ভাল করে পাহারা দিস, এটা হারিয়ে গেলে আমার পরণের পোষাকটিও হারাতে হবে। যথারীতি পরনের পোষাকটিও হারাতে হবে আমাদের সেদিন আর দুরে নেই। কারণ আমরা তো কুত্তা, আমাদের পরণের পোষাক লাগে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।