আমাদের কথা খুঁজে নিন

   

শ্লীলতাহানির পর মোমবাতি নয়, দেখামাত্র প্রতিবাদী তিন

আগে এমনটা প্রায় হত না বললেই চলে। বয়স ছাপ্পান্ন, রোগাপাতলা চেহারা, শ্বাসকষ্টের রোগী, কলেজ স্ট্রিটে পৈতৃক বাড়ি— ভদ্রলোকের নাম সমীরকুমার রায়। উত্তম বাগচির পারিবারিক পাইলিংয়ের ব্যবসা আছে। কসবা রথতলায় বাড়ি, বয়স চল্লিশ। নিউ বালিগঞ্জ সেকেন্ড লেনের বছর আঠাশের শতদ্রু রায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর পাঁচ জন আম বাঙালির সঙ্গে এঁদের সে অর্থে কোনও পার্থক্য নেই। কিন্তু চিরাচরিত গা-বাঁচানো মানসিকতার খোলস থেকে বেরিয়ে তিন জন এক সঙ্গে ‘অন্য রকম’ একটা কাজ করে ফেলেছেন বুধবার সন্ধ্যায়। পুলিশ সূত্রের খবর, ভর সন্ধ্যায় বিবাদী বাগের ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে অপরিচিতা এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে ছ’জন যুবককে ওই তিন পথচারীই কিল-চড়-ঘুঁষি মেরে কাবু করে প্রায় ৫০০ মিটার টানতে-টানতে লালবাজারে এনে পুলিশ অফিসারদের হাতে জমা দিয়েছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.