আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন ঈদ উল আযহার এস এম এস, ওয়ালপেপার, টিভির অনুষ্ঠানসূচী এবং ঈদ উল আযহায় মুক্তি প্রাপ্ত অডিও অ্যালবাম ও সিনেমা গুলোর আপডেট এর লিংক

সবাইকে ঈদ উল আযহার সুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রাত পেরলেই আসন্ন ঈদ উল আযহা। আজকাল ঈদ মানেই এখন মোবাইলে মোবাইলে এস এম এস চালাচালি, ফেসবুক এর ওয়াল থেকে ওয়াল এ ছবি ট্যাগ এর ছোড়াছুড়ি , টেলিভিশন এর এই চ্যানেল থেকে অই চ্যানেল এ চোখের দৌড়াদৌড়ি কিংবা বন্ধুদের সাথে সিনেমা হল এ ঈদ এ মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা দেখতে গিয়ে চিল্লাচিল্লি কি ভুল বল্লাম? তো ঈদ এ আপনাদের চালাচালি, ছোড়াছুড়ি , দৌড়াদৌড়ি ও চিল্লাচিল্লির কথা মাথাই রেখে আজ নিয়ে এলাম ঈদ এর দিনগুলোর জন্যে প্রয়োজনীয় কিছু লিঙ্কঃ
ঈদ উল আযহা ২০১৩ এস এম এসঃ ঈদ এর সময়ে বন্বজ-ন্ধব আত্মীয়-স্বজন কিনবা প্রিয়জনকে ঈদ এর শুভেচ্ছা জানাতে এখন এস এম এস বহুল ব্যবহৃত মাধ্যম। কিন্তু ঈদ এর আগের দিন এসে একটা সুন্দর এস এম এস খুজে না পেলে ঈদ এর আনন্দে যেন কিছুটা ভাটা পড়ে। অনেকে নিজের তৈরি করা মৌলিক এস এম এস পাঠাতে পছন্দ করে কিন্তু সবাইতো আর কাব্যপ্রতিভা নিয়ে জন্মে না।

তাই আমার মত অনেকেরই ইন্টারনেট এ শেষ ভরসা। যারা ইন্টারনেট এ খোঁজাখুঁজির ঝামেলাই যেতে  চাননা তাদের জন্য থাকলো বাছাইকৃত কিছু ঈদ উল আযহার এস এম এস এর লিংক।
ঈদ উল আযহা ২০১৩ এর এস এম এস পেতে ক্লিক করুন এখানে ঃ ঈদ উল আযহা ২০১৩ এর এস এম এস
ঈদ উল আযহা ২০১৩ ওয়ালপেপারঃ
ফেসবুক এর যুগে এসে ফেসবুক ব্যাবহার করেনা এমন লোক খুজে পাওয়াও ইদানিং দুষ্কর হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই এর ও নাকি ফেক আইডি সহ ৩-৪ টা অ্যাকাউন্ট আছে ফেসবুক এ। আর ঈদ এর সময় এলে সবার ফেসবুক প্রোফাইল এবং কাভার ফটোতে শোভা পায় ঈদ মোবারক লেখা সংবলিত চমৎকার চমৎকার সব ওয়ালপেপার।

যারা নিজের ওয়াল কিংবা প্রোফাইল এর জন্য চমৎকার কিছু ওয়ালপেপার খুজছেন তাদের পাশের লিংক ঃ ঈদ উল আযহা ২০১৩ ওয়ালপেপার
ঈদ উল আযহা ২০১৩ টিভির  শুনেছি আগের দিনের মানুষদের এক দিনেই ঈদ ফুরিয়ে যেত। কিন্তু ইদানিং টিভি চ্যানেল গুলোর বদৌলতে ৫-৭ দিন পর্যন্ত ঈদ এর আমেজ থেকে যাই। অবস্থার যা কন্ডিসন অদূর ভবিষ্যতে হয়ত একমাস ধরে ঈদ চলবে যাইহোক এখন দেশে ২৮ টির মত চ্যানেল। এত চ্যানেল এর ভীড়ে কন চ্যানেল এ আপনার পছন্দের কন প্রোগ্রামটি হচ্ছে জানার জন্য নিচের লিঙ্ক এ দিয়ে দিলাম পাশের লিংক ঃ ঈদ উল আযহা ২০১৩ টিভির অনুষ্ঠানসূচী
ঈদ উল আযহায় মুক্তি প্রাপ্ত অডিও অ্যালবাম ঃ কিছুদিন আগেও ঈদ এ বিভিন্ন শিল্পীর একশোরও বেশি অ্যালবাম বের হত। কিন্তু ইদানিং পাইরেসির কারণে হাতে গোনা কয়েকটি অ্যালবাম বের হয়।

এর জন্য অবশ্য আমরাই দায়ি। আগে ঈদ এলে শপিং এর পাশাপাশি প্রিয় শিল্পীদের অ্যালবাম কিনতে ভুল করতাম না। বাংলা অ্যালবাম গুলোর কভার দেখলে মনটাই ভরে যেত। কিন্তু এখন বাংলার বিলাই এর কিং (আনলিমিটেড) প্যাকেজ এর বদৌলতে শেষ যে কবে অ্যালবাম কিনেছি মনে করতে কষ্ট হচ্ছে। তাই সবার কাছে অনুরোধ থাকল আপনারা ডাউনলোড করেন কিন্তু ডাউনলোড এর পাশাপাশি যে অ্যালবাম এর গান গুলো ভাল লাগছে অ্যালবাম টি সম্ভব হলে বাজার এ গিয়ে কিনে নেবেন।

যাই হোক যারা আমার মত বাংলা গান শোনার পাগল তাদের জন্য পাশের লিঙ্ক এ থাকল ঈদ উল আযহায় মুক্তি প্রাপ্ত অডিও অ্যালবাম এর আপডেটঃ  ঈদ উল আযহায় মুক্তি প্রাপ্ত বাংলা অডিও অ্যালবাম এর আপডেট
সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবার  ঈদ উল আযহা ভালো কাটুক আল্লাহ্‌ সবার করবানি কবুল করুন সেই কামনা রইল.........

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.