আমাদের কথা খুঁজে নিন

   

সুপারমার্কেটেই থ্রিডি কপি

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ত্রিমাত্রিক প্রিন্টারটি দিয়ে যে কোনো বস্তুর হুবহু নকল সিরামিকে তৈরি করা যাবে।
ডিভাইসটিতে রয়েছে একটি ত্রিমাত্রিক স্ক্যানার ও প্রিন্টার। স্ক্যানারে রয়েছে একটি ক্যামেরা। স্ক্যানারের উপর কোনো বস্তু বসানোর পর ক্যামেরা চারপাশ থেকে ওই বস্তুর আকৃতি স্ক্যান করবে। স্ক্যান করার পর তা সিরামিকের উপর মুদ্রণ করা যাবে।


নির্মাতারা জানিয়েছেন, জুতার চেয়ে ছোট বস্তু নকল করা যাবে না। কারণ এতে আগ্নেয়াস্ত্র নকল হওয়ার আশঙ্কা বাড়বে। তবে বস্তুর নির্ধারিত আকৃতির চেয়ে ছোট করেও ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা যাবে।
১৫ অক্টোবর যুক্তরাজ্যের ইয়র্কে অ্যাসদার স্টোরে ডিভাইসটির উদ্বোধন করার কথা রয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী মানুষসহ পোষাপ্রাণী ও বিভিন্ন বস্তু ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে নকল করা যাবে।


ছোট কিংবা বড় যে কোনো বস্তু স্ক্যান করতে সময় লাগবে প্রায় দুই মিনিট।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.