আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের পর সংলাপ দিন: ফখরুল

জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “হরতাল কর্মসূচি প্রত্যাহারের সুযোগ নেই। আমরা মনে করি, হরতাল সংলাপের জন্য কোনো অজুহাত হতে পারে না। ”
২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার পর অথবা ৩০ তারিখ- যে কোনো দিন সংলাপ হতে পারে পারে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার টেলিফোনে দুই নেত্রীর কথোপকথন প্রসঙ্গে ফখরুলে বলেন, “প্রধানমন্ত্রী গতকাল বিরোধী দলীয় নেতাকে টেলিফোন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী ২৯ তারিখের পর যে কোনো সময়ে যে কোনো স্থানে নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপ অনুষ্ঠানে সরকার উদ্যোগ নেবে।


নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার ১৮ দলীয় জোটের জনসভা থেকে সারাদেশে ৬০ ঘণ্টার এই হরতালের ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ফখরুল দাবি করেন, সারাদেশে সর্বাত্মক হরতাল হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা এই হরতাল চলবে।
হরতাল চলাকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির একজন কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
ভোরে হরতাল শুরুর আগেই নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এসে তৃতীয় তলায় নিজের চেম্বারে অবস্থান নেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল।

সেখানেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে ভোর থেকেই পুলিশ বিএনপি কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে দুই স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে।
জলকামান, প্রিজনভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা নয়া পল্টনের সড়কে অবস্থান করছেন।
ভারী যানবাহন না চললেও রিকশা ও হালকা যানবাহন চলাচল করছে ওই সড়কে।
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ যেসব নেতাকর্মী ভোরে কার্যালয়ে ঢুকেছেন তাদের প্রধান ফটকের ভেতরে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায়।

তারা অভিযোগ করেন, পুলিশ সকালের পর কর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে বাধা দিয়েছে।
রিজভী ছাড়াও দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিনসহ কয়েকজন নেতা কার্যালয়ে রয়েছেন।
রিজভী সাংবাদিকদের বলেন, পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ পেয়েছেন তারা। বিভিন্ন স্থানে তাদের কর্মীদের ধরপাকড়ও করা হচ্ছে।
“সরকার এক দিকে সংলাপের কথা বললেও অন্যদিকে তারা পুলিশ দিয়ে বিরোধী নেতা-কর্মীদের নির্যাতন করছে।

এ থেকে সরকারের মনের ভাবনা বোঝা যায়। ”
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিরোধী দলীয় নেতা সংলাপের জন্য দুই দিন সময় বেঁধে দিয়ে এই হরতালের ঘোষণা দেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী টেলিফোন করলেও কেন হরতাল করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “সভা-সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমাদের শর্তসাপেক্ষ সোহরাওয়ার্দী উদ্যোনে জনসভা করতে হয়েছে। সারাদেশে নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চলছে।

সরকারের এহেন আচরণের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের দাবিতে আমরা ৬০ ঘণ্টার এই হরতাল আহবান করেছি।
“আমরা মনে করি, সরকারের এহেন আচরণের মধ্যে সংলাপ সফল হতে পারে না। ’’
হরতাল কেন প্রত্যাহার করা সম্ভব নয়- তার ব্যাখ্যায় বিএনপির মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রীর টেলিফোনের আগে বিরোধী দলীয় নেতা হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন। আর যে সময় প্রধানমন্ত্রী প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন, তখন জোট নেতাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া সম্ভব ছিল না। ’’
গণভবনে বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রসঙ্গে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে সর্বদলীয় সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন তিনি। আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার নিয়ে। এ ব্যাপারে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চান, সর্বদলীয় সরকারের বিষয় নয়। এটা পরিষ্কার হতে হবে। ’’
সংলাপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আবারো যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ~আমি ইতোমধ্যে তাকে চিঠি দিয়েছি।

তার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে। তাকে অনুরোধ জানিয়েছি, সংলাপ শুরু করতে। ’’
সামনে বিরোধী দলের আরো কর্মসূচি আসছে কি না- পমেন প্রশ্নে তিনি বলেন, এটি নির্ভর করবে সরকারের পদক্ষেপের ওপর।
ও লেভেল পরীক্ষার মধ্যে এভাবে তিন দিন ধরে হরতাল কতোটা যৌক্তিক- এমন প্রশ্নে ফখরুল বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়েই আমরা দীর্ঘদিন পর হরতালের মতো কর্মসূচি দিয়েছি।


“শুক্রবার সারাদেশে আমাদের ৭ জন নেতা-কর্মীকে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এটা বিবেচনায় রাখতে হবে। পরীক্ষার বিষয়টি দলের বিবেচনায় আছে। ”
বাংলাদেশ-নিউ জিল্যান্ড ক্রিকেট সিরিজের জন্য ব্যবহৃত যানবাহন হরতালের বাইরে থাকবে বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.