আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজারে সংবাদপত্রের গাড়ী ভাংচুর, আটক ২

হরতালের ২য় দিনে মৌলভীবাজার জেলায় পিকেটিংয়ে সংবাদপত্রের গাড়ী ভাংচুরসহ জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। ১৮ দলীয় জোট জেলা শহরের প্রবেশমুখ কুলাউড়া সড়কের পুরাতন চাদনীঘাট পেট্রোলপাম্প এলাকাসহ কালেঙ্গা সড়কে সরকারি কলেজের সম্মুখে ৫টি স্থানে ভোর ৬ টা থেকে টিম লিডার নিয়োগের মাধ্যমে পিকেটাররা বন্ধ করে দিয়েছে শহরের সংযোগ সড়কগুলো।

এছাড়া প্রতিটি উপজেলার বিভিন্ন বাজারে ভোর থেকে পিকেটাররা মিছিল সমাবেশের মাধ্যমে পিকেটিং চালিয়ে যাচ্ছে। রোববারের হরতালে কুলাউড়া উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু ১৮ দলীয় জোটের তোপের মুখে তার দলীয় কার্যালয়ে নেতাকর্মীসহ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন। এরপর আজ সোমবার দুপুরে ১৪ দলীয় কিছুসংখ্যক নেতাকর্মীকে নিয়ে হরতালের প্রতিবাদে মিছিল সমাবেশ করতে দেখা গেছে। রাজনগর উপজেলায় সকাল ১০ টায় ছাত্রলীগ হরতালের প্রতিবাদে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে।

শ্রীমঙ্গল উপজেলায় পিকেটারদের হামলা ও নির্যাতনের অভিযোগে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ বাদী হয়ে বিএনপির উপজেলা সম্পাদক ইদ্রিছআলীসহ ৭ জনকে অভিযুক্ত করে সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন। এদিকে পিকেটিংকালে জেলাসদরের জুগিডর এলাকা থেকে বিকাল ৩টায় সুলতান ও রফিক নামে ২ বিএনপি কর্মীকে আটক করেছে মডেল থানাপুলিশ। অপরদিকে সকাল ১০টায় জুড়ী উপজেলায় সংবাদপত্রবাহী পিকআপ ভাংচুরসহ চালককে পিটিয়ে আহত করে পিকেটাররা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.