আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারের বদলে সিলেট

আইসিসির সভা শেষে দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সিলেট বিভাগীয় স্টেডিয়ামের জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। সঙ্গে এটাও জানিয়েছিলেন, সিলেটের সব কাজ শেষ হবে ২০ নভেম্বরের মধ্যে। সিলেটের কথা বললেও কক্সবাজার স্টেডিয়াম নিয়ে তখন কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি। গতকাল টি-২০ বিশ্বকাপের ফিকশ্চার ও টিকিট বিক্রির ঘোষণার দিন সবাইকে চমকে দিয়েছে আইসিসি ও আয়োজক বিসিবি। আইসিসির জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন স্পষ্টভাবেই জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের মহিলা বিভাগের সবগুলো খেলা হবে সিলেটে।

আসরের কোনো খেলা হবে না কক্সবাজার স্টেডিয়ামে। টি-২০ বিশ্বকাপ শুরু ১৬ মার্চ এবং ফাইনাল ৬ এপ্রিল। মেয়েদের খেলা শুরু ২৩ মার্চ এবং ফাইনাল ৬ এপ্রিল। মেয়েদের প্রথম পর্বের খেলাগুলো হবে সিলেটে এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। অবশ্য চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও খেলা হবে টি-২০ বিশ্বকাপের।

তবে সেগুলো পুরুষ বিভাগের।

টি-২০ বিশ্বকাপ এবারই প্রথম বসছে বাংলাদেশে। ছেলেদের ১৬ দল এবং মেয়েদের ১০ দল খেলবে টুর্নামেন্টে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল প্রথম অংশ নিচ্ছে এবার। মেয়েদের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কক্সবাজারে।

সে জন্য বিসিবি নিজস্ব অর্থায়নে কক্সবাজারে স্টেডিয়ামও নির্মাণ করতে শুরু করছিল। কক্সবাজার স্টেডিয়াম এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। কিন্তু উইকেট সম্পূর্ণ নতুন বলে এখানে খেলা হচ্ছে না বলে জানান তিনি, 'কক্সবাজার স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত। খেলা হওয়ার মতো অবস্থায় আছে। কিন্তু উইকেট একেবারে নতুন।

তাই এখানে খেলা দেওয়াটা একটু রিস্ক। সেটা বিবেচনা করেই না খেলানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এখানে প্রস্তুতি ম্যাচ হবে। এ ছাড়া উইকেটের চরিত্র বুঝার জন্য এখানে এর আগেই অন্য খেলার আয়োজন করা হবে। '

টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের কাজ শুরু হয় কয়েক মাস আগে।

কক্সবাজার স্টেডিয়ামের কাজ হচ্ছে নিজস্ব অর্থায়নে। সিলেটের কাজ হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে। সরকারি অর্থে কাজ হচ্ছে বলেই কাজে ধীরগতি রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, 'সরকারি কাজে কিছু সীমাবদ্ধতা থাকে। সেসব কারণেই হয়তো কাজ একটু ধীরগতিতে হচ্ছে। ' কক্সবাজার স্টেডিয়ামের কাজ করা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের জায়গায়।

কক্সবাজারে টুর্নামেন্টের খেলা হবে না। তবে বেশকিছু প্রস্তুতি ম্যাচ হবে। উইকেটের আচরণ সম্পর্কে জানতে এখানে মধ্যপ্রদেশ অনূর্ধ্ব -১৬ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের খেলা হবে।

সিলেটে মহিলাদের প্রথম পর্বের সবগুলো খেলা হবে। মহিলাদের আটটি দলকে ভাগ করা হয়েছে দুই ভাগে।

'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড। 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কা। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ মার্চ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৮ মার্চ ইংল্যান্ড, ৩০ মার্চ ভারত এবং ১ এপ্রিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে মহিলাদের প্রথম ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

২৩ মার্চ একই দিন অন্য খেলায় অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

 

মহিলাদের টি-২০ বিশ্বকাপ

ক : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ

আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

খ : বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ,

ভারত ও শ্রীলঙ্কা

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.