আমাদের কথা খুঁজে নিন

   

এবার গাড়ির বডিতেই ব্যাটারি

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্থ টেকলিং জানায়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সাড়ে তিন বছর ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করে ভলভো। ভলভো এস৮০ ইলেক্ট্রিক গাড়ির বডি প্যানেলে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ক্ষুদ্রাকৃতির অনেকগুলো ব্যাটারি।
গাড়ির বডি তৈরিতে ব্যবহার করা হয় কার্বন ফাইবার। এতে সংযোজন করা হয়েছে ক্ষুদ্রাকৃতির ব্যাটারি এবং সুপার ক্যাপাসিটর। এ প্রযুক্তিতে গাড়ির ডোর প্যানেল, ছাদ ও বিভিন্ন অংশে বসানো হয় ক্ষুদ্রাকৃতির ব্যাটারি।
এখনকার হাইব্রিড ও ইলেকট্রিক গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, তা সাইজে অনেক বড়, ওজনে ভারী এবং দামও বেশি। সাশ্রয়ী এ প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে গাড়ির ওজন ১৫ ভাগ কমে আসবে।
ভলভো কবে নাগাদ এ ধরনের গাড়ি বাজারে নিয়ে আসবে তা নিয়ে আগাম তথ্য জানায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.