আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষন || দুর্যোগ মোকাবেলা ট্রেনিং



প্রতি বছর আমাদের দেশে দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, সাভার রানা প্লাজার মত বিল্ডিং ধ্বস, বিভিন্ন শিল্প কারাখানার প্রতিষ্ঠান এ আগুন ইত্যাদি নানা ধরণের মারাত্মক দুর্যোগ দেখতে পাচ্ছি কোন না কোন ভাবেই। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি দুর্যোগ পরবর্তী ট্রেনিং পরিচালনা করে থাকে। আমাদের অনুসন্ধিৎসু চক্রের একজন সদস্য রবিন ভাই, যিনি পূর্ব প্রস্তুতি স্বরূপ দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, আগুন মোকাবিলার পরবর্তি কার্যক্রম সংক্রান্ত “বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স” তত্ত্বাবধানে ট্রেনিং নিয়েছেন। সম্প্রতি তিনি মুগদা পাড়া শাখাকে জানান, আগামী ১০ থেকে ১৩ নভেম্বর এই চার দিনের মধ্যে যে কোন ৩দিন “বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স” সর্বনিম্ন ৫০ জনের একটি গ্রুপকে পূর্ব প্রস্তুতিমূলক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, আগুন মোকাবিলার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা যাবে। যদি আমরা ৫০ জনের একটা গ্রুপ বা টিম নিয়ে যেতে পারি তাহলে আশা রাখি আমরা এ ট্রেনিং করতে পারবো।

এ ধরণের ট্রেনিং খুব জুরুরী। ট্রেনিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: ১. ছেলে-মেয়ে উভয় ট্রেনিং এ অংশগ্রহন করতে পারবে ২. স্বাস্থ্যগত দিক দিয়ে শক্ত সমর্থ তারা ট্রেনিং নিতে পারবেন ৩. কলেজ পর্যায় থেকে যে কোন বয়েসীরা অংশ নিতে পারবেন। তবে ভারী কাজ করতে পারেন ভারী যন্ত্রপাতি চালাতে পারবেন এরকম শারীরিক সামর্থ থাকতে হবে ৪. ট্রেনিং এর সময় সূচি সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত চলবে ৫. যারা ট্রেনিং নিবেন তাদের সম্মানীর ব্যবস্থা আছে, প্রতি জন প্রতিদিন ৩০০ টাকা করে পাবেন। আশা করি অনেকে ট্রেনিং এ অংশ্গ্রহন করবেন। অতি শীঘ্রই যারা যারা ট্রেনিং এ অংশগ্রহন করতে চান তারা নিচের ফোন নাম্বারে আগামী ৩১ই অক্টোবরের মধ্যে নিশ্চিত হয়ে জানান।

নিজের পরিবার জন, আত্মীয়, বন্ধুবান্ধদেরও আমন্ত্রণ জানাতে পারেন। ফোন নাম্বার: 01557779323 (লোটন), 01680084462(সাগর), 01923798685(ছোটন) ধন্যবাদ অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন (https://www.facebook.com/Anushandhitshuchokro) মুগদাপাড়া শাখা, ঢাকা-১২১৪।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.