আমাদের কথা খুঁজে নিন

   

৪-০কে ভুলতে চান ম্যাককালাম

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তাও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঠিক তিন বছর আগে এ মাঠেই ৪-০ ব্যবধানে মুশফিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। দুই দলের আরেকটি সিরিজ শুরুর আগে অতীতের কথাগুলো বারবার ফিরে আসবেই। কিন্তু অতীতকে মনে রাখতে চান না কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

৪-০-কে ভুলে নতুন করে শুরু করতে চান তিনি। এমনকি প্রতিশোধ নেওয়ার জন্যও অতীতের সেই দুঃসহ স্মৃতিটা মনের কোণে রাখতে চান না তিনি।

'এটা একটি নতুন সিরিজ। এখানে নতুন করেই সবকিছু শুরু করতে হবে। আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না।

অতীত ভুলে ভালো ক্রিকেট খেলতে চাই। ' কিউই অধিনায়ক ভালোই বলেছেন। ভালো ক্রিকেট তারা খেলতেই পারেন। গত কয়েকটি সিরিজে তারা দারুণ খেলেছে। বিশেষ করে বর্তমান ক্রিকেটের অন্যতম শক্তি ইংল্যান্ডকে কিছুদিন আগেই তারা ২-১ ব্যবধানে হারিয়েছে।

এ নিকট অতীতের সুখ-স্মৃতিগুলো নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবে নিশ্চয়ই। কিন্তু ম্যাককালাম স্বীকার করছেন, 'আমাদের নতুন ক্রিকেটারদের জন্য বাংলাদেশ সম্পূর্ণ নতুন এক পরিবেশ। এখানে খেলা তাদের জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জিং। ' বাংলাদেশের যেমন স্পিনার অলরাউন্ডার রয়েছে অনেক তেমনি কিউইদের রয়েছে পেসার অলরাউন্ডার। এন্ডারসন এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন।

তারপরও দলে নতুন মুখ দেখা যেতে পারে আজ। সেই ইঙ্গিতই দিয়েছেন কিউই অধিনায়ক। আজ টসটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। দিবারাত্রির ম্যাচ হওয়াতে আলোচনায় থাকছে শিশির। সন্ধ্যার পর থেকেই মাঠ ভিজে যাবে শিশিরে।

ফিল্ডিং করা কঠিন হবে। বল ঠিকমতো গ্রিপ করা যাবে না। এ কারণে টস জয়ী দল আগে ফিল্ডিংই নিতে চাইবে। অন্তত ম্যাককালাম তাই বলছেন। 'ভেজা বলে বোলিং করাটা কঠিনই।

' ম্যাককালামের মতো মুশফিকও নিশ্চয়ই স্পিনারদের দিয়ে ভেজা বলে বোলিং করাতে চাইবেন না। অতীত ভুলেই আজ দুই দল মাঠে নামবে সম্পূর্ণ নতুন একটি সিরিজ খেলার জন্য। দেখা যাক, শেষ পর্যন্ত বাংলাদেশ তিন বছর আগের সেই সুখ-স্মৃতির পুনরাবৃত্তি করতে পারে কিনা!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।