আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহু মেইল খুলতে সমস্যা হলে যা করবেন!

ধুর

কিছু দিন হল ইয়াহু মেইল তাদের মেইল ইন্টারফেস পরিবর্তন করেছে। আর বরাবরের মত এবারও ইয়াহুর এই পরিবর্তনের সাথে সাথে মানুষ জনকে পড়তে হয়েছে সমস্যা। অনেকেই মনে করেন যে তাদের ইন্টারনেট স্লো বলে এই সমস্যা হয়, কিন্তু না। আসলে ইয়াহুরই কিছু সমস্যার করাণে এইটা হয়। যেমন আমি নিজে যেই ইন্টারনেট ব্যবহার করি, তার ডাউনলোড স্পিড ৪এমবি/সে. এবং আপলোড ৮এমবি/সে. (দয়া করে জিজ্ঞাসা করবেন না যে কোথায় পেলাম এই ইন্টারনেট)।

আমার নিজের ইন্টারনেট স্পিড বেশী হবার পরেও সমস্যা। আবার আমি রাস্তায় বের হলে ব্যবহার করি জিপি, সেখানেও একই অবস্থা। অর্থাৎ ইন্টানেট স্পিডের সাথে খুব বেশী কোন সম্পর্ক আছে বলে মনে করি না। তাহলে সমাধান কি? হ্যাঁ, ভাগ্য ভাল যে আমাদের সমস্যা যেমন আছে, সমাধানও তেমন আছে। আজকে আমরা দেখব কি করে সেই সমস্যার সমাধান করা যায়।

এর জন্য আপনাকে মাত্র ২/৩টি ধাপ ফলো করতে হবে, আর তারপরই মুক্তি। সমাধানের উপায় জানতে এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।