আমাদের কথা খুঁজে নিন

   

যুগান্তরের বানোয়াট খবরে সংসদীয় কমিটির ক্ø

সংসদীয় কমিটির বৈঠকে 'দৈনিক যুগান্তর'-এর সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটির বৈঠকে 'ড্যাপ উপ-কমিটির সর্ববৃহৎ দুর্নীতি' শিরোনামে সোমবার যুগান্তর যে রিপোর্ট প্রকাশ

করেছে, কমিটি সে রিপোর্টকে অবাস্তব, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক আখ্যায়িত করেছে। সংসদীয় কমিটি এ বিষয়ে ক্ষোভ ও নিন্দা জানিয়ে মন্ত্রণালয়কে অনতিবিলম্বে সরকারের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই প্রতিবেদনে প্রকাশিত ভুল ও আপত্তিজনক তথ্যের প্রকৃত ব্যাখ্যাসংবলিত প্রতিবাদলিপি প্রেরণের জন্য সর্বসম্মত সুপারিশ করেছে। কমিটি সাংবাদিকতায় বস্তনিষ্ঠতা রক্ষা, সত্য প্রকাশ ও সঠিক তথ্য উপস্থাপনের জন্য যুগান্তরের প্রতি আহ্বান জানিয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত নবম জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫১তম মুলতবি বৈঠক থেকে কমিটি এ আহ্বান জানায়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও বিভাগের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের জন্য ৪৭টি প্রকল্প অনুমোদিত হয়। এ প্রকল্পের অধীনে ৩ হাজার ৪টি ফ্ল্যাট ও ২ হাজার ৫৪টি প্লট প্রদান করা হয়েছে। বাকি ৩ হাজার ১৪১টি ফ্ল্যাট ও ৪ হাজার ১৯২টি প্লট অচিরেই বরাদ্দ করা হবে বলে সভায় জানানো হয়। বৈঠকে তেজগাঁও শিল্প এলাকার প্রধান সড়ককে শিল্প কাম বাণিজ্যিক এলাকা হিসেবে ঘোষণার বিষয়ে এর আগে গৃহীত কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয় এবং অবকাঠামোগত উৎকর্ষতা ও স্থাপত্য নান্দনিকতার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যাতে পিছিয়ে না পড়ে সেদিকে নজর রেখে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিগত পাঁচ বছরে সংসদীয় কমিটির বিভিন্ন সুপারিশ ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীসহ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তার মেধা, শ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার জন্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সংসদীয় কমিটির প্রাজ্ঞ দিকনির্দেশনা, সময়োপযোগী পরামর্শ ও সুপারিশের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারের জনস্বার্থ সম্পর্কিত দায়বদ্ধতা ও প্রাধিকারমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে অবদান রাখার জন্য কমিটির প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

কমিটির সদস্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. আবদুছ ছাত্তার, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং সাফিয়া খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউক, চউক ও কেডিএর চেয়ারম্যান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি এবং সংশ্লিষ্ট ঊধর্্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.