আমাদের কথা খুঁজে নিন

   

আগে সিরিজ পরে বাংলাওয়াশ

সন্ধ্যার আগেই মাঠের এক-তৃতীয়াংশ ঢেকে ফেলা হয়। বৃষ্টির ভয়ে নয়, অতিরিক্ত শিশির পড়ে যাতে উইকেটের কোনো ক্ষতি না হয়। ৩০ গজ বৃত্তের প্রায় পুরোটাই সবুজ চাদরে আবৃত করা হয়। টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচ বলে কথা! তাই প্রস্তুতিটা যেন একটু বেশিই। অবশ্য আজকের ম্যাচে হারলেও সিরিজ যে হাতছাড়া হয়ে যাবে তা কিন্তু নয়।

তবে নিউজিল্যান্ডকে কোনো সুযোগ দিতে চায় না বাংলাদেশ। আজই সিরিজ নিশ্চিত করতে চান মুশফিকরা। সে কথা গতকাল বেশ আত্দবিশ্বাসের সঙ্গেই বললেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের লক্ষ্য একটাই, সিরিজ জয়লাভ করা। আর সে লক্ষ্যে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আমরা আক্রমণাত্দকভাবেই খেলব।

একদিন পরপর ম্যাচ। তাই গতকাল অনুশীলন করেনি নিউজিল্যান্ড দল। তাছাড়া প্রথম ম্যাচে হেরে যাওয়ায় মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত অবস্থায় ছিল কিউইরা। তাই গতকাল ম্যাককালামরা সারা দিন হোটেল থেকেই বের হননি। তবে কাল মিরপুরে টাইগাররা অনুশীলন করেছেন ফুরফুরে মেজাজে।

প্রথমে হালকা ওয়ার্ম আপ, তারপর মুশফিকরা দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলেছেন। পড়ন্ত বিকালে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচ জিতে যাওয়ায় কোনো চাপও ছিল না। তাই কাল অনুশীলনের সময় যেন মাঝেমধ্যেই রসিকতায় মেতে উঠছিলেন টাইগাররা। তবে এনামুল হক বিজয়কে দেখে বেশ চিন্তাগ্রস্তই মনে হয়েছে।

ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না এই ওপেনার। টেস্টের চার ইনিংসের পর প্রথম ওয়ানডেতেও ব্যর্থ। তাই আজকের ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নিয়েই হয়তো হতাশায় ছিলেন বিজয়। তবে দুশ্চিন্তার কারণ নেই, আজ আরও একটি সুযোগ পেতে যাচ্ছেন তিনি। কাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সে রকম ইঙ্গিতই দিলেন মাহমুদুল্লাহ।

এই ম্যাচে আমরা উইনিং কম্বিনেশন ভাঙব না। আগের দলটিই থাকবে। তারপরও মাহমুদুল্লাহর কথাই তো আর শেষ কথা নয়। আজ মাঠেই বোঝা যাবে বিজয় খেলছেন কিনা।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় যেমন আত্দবিশ্বাস বেড়ে গেছে, তেমনি প্রত্যাশার চাপও কম নয়।

কিন্তু এসব নিয়ে মোটেও ভাবছে না বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমাদের মধ্যে কোনো চাপ নেই। এমনকি আত্দতুষ্টিতেও ভুগছি না আমরা। তবে সিরিজ নিশ্চিত করতে হলে সামর্থ্যের শতভাগ উজাড় করেই খেলতে হবে বলে মনে করেন সহ-অধিনায়ক। নিউজিল্যান্ডকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন তিনি।

মাহমুদুল্লাহ বলেন, 'এই ম্যাচটি কঠিন হবে। ওরা অবশ্যই ম্যাচে ফিরতে চাইবে। তাছাড়া ওদের দলটা অনেক ভালো। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন। কোরি এন্ডারসন দারুণ খেলেছেন।

তাই আমাদের প্রস্তুতিটা ভালো থাকতে হবে। আমরা কাল (আজ) আক্রমণাত্দকই খেলাই খেলব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে টানা ষষ্ঠ জয় পেয়েছে বাংলাদেশ। কিউইরা কি আমাদের জন্য সহজ প্রতিপক্ষ, এমন প্রশ্নে মাহমুদুল্লাহ বলেন, হয়তো আমরা ভালো খেলছি বলে ওদেরটা চোখে পড়ছে না। কিন্তু এ ম্যাচে জিততে অবশ্যই আমাদের সেরা খেলাটাই প্রদর্শন করতে হবে।

দিবারাত্রির ম্যাচে অধিকাংশ সময়ই ম্যাচের ত্রাতা হয়ে যায় 'টস'। তাছাড়া কার্তিকের রাতে ব্যাপক শিশির পড়ে। পরে ফিল্ডিং করলে রাতে বল গ্রিব করাই কঠিন হয়ে যায়। কখনো কখনো স্পিনও টার্ন করে না ঠিকমতো। ফিল্ডারদেরও কষ্ট করতে হয়।

তারপরও টস নিয়ে ভাবতে চান না মাহমুদুল্লাহ রিয়াদ। টস ভাগ্যের ব্যাপার। এতে কারও হাত নেই। টসের জন্য কাউকে দায়ীও করা যায় না। তাই টস যাই হোক, আমাদের ভালো করতে হবে।

তাছাড়া প্রথম ম্যাচে টস হেরেও তো ম্যাচ জিতে টাইগার দেখিয়ে দিয়েছে দাপুটে পারফরম্যান্স দেখাতে পারলে অনেক সময় অসম্ভবকেও সম্ভব করা যায়।

সিরিজের শুরুটা দুর্দান্ত হওয়ায় সবার মনেই এখন ২০১০ সালের বাংলাওয়াশের সেই মধুর স্মৃতি। হোয়াইটওয়াশের বিষয়টি ক্রিকেটারদের মনেও দোলা দিচ্ছে। কিন্তু এসব সুখের ভাবনায় আচ্ছন্ন হতে চান না সহ-অধিনায়ক। 'খেলার সময় আসলে এসব চিন্তা মাথায় থাকে না।

আমরা শুধু ভালো খেলতে চাই। ম্যাচ বাই ম্যাচ ভালো করতে চাই। আগের ম্যাচের মতো আমাদের ইতিবাচক মেজাজটা ধরে রাখতে চাই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ মুখে যাই বলুক না কেন, হোয়াইটওয়াশের চিন্তাও কিন্তু মনে আছেই। ক্রিকেটামোদীরা ৩-০ ব্যবধানের স্বপ্নে বিভোর।

তাই সিরিজ জয় তো বটেই, সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই শব্দ 'বাংলাওয়াশ'।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।